ঢাকা : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বাস থামিয়ে অপহরণের পর নয়জন যাত্রীকে হত্যা করেছে বন্দুকধারীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় বেলুচিস্তানের ঝোব শহরের কাছে সশস্ত্র হামলাকারীরা বেলুচিস্তান থেকে পাঞ্জাবগামী একটি বাস থামিয়ে এই যাত্রীদের তুলো নিয়ে যায়। পরে রাতে নিকটস্থ একটি পাহাড়ে তাদের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়।
শুক্রবার (১১ জুলাই) প্রাদেশিক সরকারের মুখপাত্র শহীদ রিন্দ এ তথ্য জানান। বার্তা সংস্থা আল জাজিরার এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
আরেক সরকারি কর্মকর্তা নাভিদ আলম জানিয়েছেন, নিহত যাত্রীদের সবাই পাঞ্জাবের বাসিন্দা এবং পাঞ্জাবি শনাক্ত হওয়ার পরই তাদের হত্যা করা হয়।। নিহতদের মরদেহ বেলুচিস্তানের বরখান জেলার রেখনি হাসপাতালে পাঠানো হয়েছে।
পাকিস্তনের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন এবং এ ঘটনার জন্য ভারতকে দায়ী করেছেন।
প্রধানমন্ত্রী কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে শেহবাজ শরীফ বলেন, ‘নিরপরাধ মানুষদের রক্তের প্রতিশোধ নেওয়া হবে। নিরীহ নাগরিকদের হত্যা ফিতনা-আল-হিন্দুস্তানের একটি স্পষ্ট সন্ত্রাসী কর্মকাণ্ড।’
পিএস







































