• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দখলদারদের হামলায় প্রাণ গেল আরও ১১০ ফিলিস্তিনির


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ১৩, ২০২৫, ০৮:৩৭ এএম
দখলদারদের হামলায় প্রাণ গেল আরও ১১০ ফিলিস্তিনির

ঢাকা : কাতারে যুদ্ধবিরতির আলোচনায় অগ্রগতি থেমে গেলে গাজাজুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসা সূত্রগুলো। এদের মধ্যে অন্তত ৩৪ জন দক্ষিণ রাফাহর একটি জিএইচএফ কেন্দ্রে খাদ্য সহায়তার জন্য অপেক্ষমাণ ছিলেন।

সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে থেকে এ তথ্য জানা যায়।

রাফাহর আল-শাকুশ এলাকায় হামলার বর্ণনায় প্রত্যক্ষদর্শীরা বলেন, ইসরায়েলি বাহিনী জিএইচএফ কেন্দ্রের সামনে সরাসরি গুলি চালায়। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো এই কেন্দ্রগুলোকে “মানব হত্যাকাণ্ডের কেন্দ্র” এবং “মৃত্যুর ফাঁদ” বলে বর্ণনা করেছে।

সামির শাআত, যিনি হামলা থেকে বেঁচে গেছেন, বলেন, “খাদ্য সংগ্রহের জন্য যে ব্যাগ হাতে ছিল, সেটাই আমাদের কাফনের কাপড় হয়ে গেল। এটি শুধু মৃত্যুর ফাঁদ। তারা সম্পূর্ণ উন্মাদভাবে আমাদের উপর গুলি চালিয়েছে। আমি আমার বন্ধুর লাশ কাঁধে তুলে নিয়ে শহীদদের মধ্য দিয়ে হাঁটছিলাম।”

মোহাম্মদ বারবাখ, একজন ফিলিস্তিনি বাবা যিনি হামলা থেকে বেঁচে গেছেন, বলেন, ইসরায়েলি স্নাইপারদের গুলিতেই এই হত্যাকাণ্ড হয়েছে।

তিনি এএফপি সংবাদ সংস্থাকে বলেন, “তারা আমাদের প্রতারিত করেছে, সাহায্য নিতে ডেকে এনে আমাদের ব্যাগ ধরিয়ে দেয়, তারপর আমাদের উপর গুলি চালায় যেন আমরা শিকার করা হাঁস।"

আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজ্জুম বলেন, জিএইচএফ সাইটে ইসরায়েলি সেনারা কোনো পূর্ব সতর্কতা ছাড়াই গুলি চালিয়েছে।

পিএস

Wordbridge School
Link copied!