• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সিরিয়া-ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে : যুক্তরাষ্ট্র


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ১৯, ২০২৫, ০৯:৫৮ এএম
সিরিয়া-ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে : যুক্তরাষ্ট্র

ফাইল ছবি

ঢাকা: যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সিরিয়া ও ইসরায়েল একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে ঘোষণা দিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সুয়াইদা অঞ্চলে কয়েক দিনের বিমান হামলা ও সাম্প্রদায়িক সহিংসতার পর এই যুদ্ধবিরতি একটি অস্থায়ী শান্তি আনতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার ভোরে এক্স (পূর্বের টুইটার)–এ দেওয়া এক পোস্টে ব্যারাক বলেন, এই যুদ্ধবিরতিটি ওয়াশিংটনের সমর্থনপুষ্ট এবং এটি তুরস্ক, জর্ডান ও সিরিয়ার প্রতিবেশী দেশগুলোর পক্ষ থেকে গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়েছে।

যুদ্ধবিরতির ঘোষণার ওই পোস্টে মার্কিন দূত বলেন, আমরা দ্রুজ, বেদুইন এবং সুন্নিদের অস্ত্র ত্যাগ করে অন্যান্য সংখ্যালঘুদের সঙ্গে একত্রে একটি নতুন ও ঐক্যবদ্ধ সিরিয়ান জাতীয় পরিচয় গড়ে তুলতে আহ্বান জানাই, যা প্রতিবেশীদের সঙ্গে শান্তি ও সমৃদ্ধির ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে।

তবে সিরিয়া বা ইসরায়েলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি।

একজন নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি কর্মকর্তা শুক্রবার সাংবাদিকদের বলেন, সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চলমান অস্থিতিশীলতার আলোকে ইসরায়েল সুয়াইদা জেলায় আগামী ৪৮ ঘণ্টার জন্য সীমিত সংখ্যক সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর প্রবেশের অনুমতি দিয়েছে।

এসআই

Wordbridge School
Link copied!