• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

থাইল্যান্ডে মার্কেটে বন্দুকধারীর গুলি, নিহত ৫


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ২৮, ২০২৫, ০২:৪৮ পিএম
থাইল্যান্ডে মার্কেটে বন্দুকধারীর গুলি, নিহত ৫

ঢাকা : থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি মার্কেটে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই নিরাপত্তারক্ষী। হামলার পর সন্দেহভাজন বন্দুকধারী আত্মহত্যা করেছে বলেও জানা গেছে।

সোমাবার (২৮ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির পুলিশ। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

দেশেটির রাষ্ট্রীয় সম্প্রচারক থাই পিবিএস জানিয়েছে, ব্যাংককের চাতুচাক জেলার ওর টর কোর মার্কেটে সন্দেহভাজন ব্যক্তি গুলি চালিয়ে পাঁচজনকে হত্যা করে এবং পরে নিজের ওপরও গুলি চালায়।

সন্দেহভাজনের এই হামলার উদ্দেশ্য নিশ্চিত করতে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। ব্যাংককের ব্যাং সু জেলার উপ-পুলিশ প্রধান ওরাপাত সুকথাই বলেছেন, ‘পুলিশ তদন্ত করছে। এখন পর্যন্ত এটি একটি গণহত্যা।’

বন্দুকধারীর পরিচয় এবং থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান সীমান্ত সংঘর্ষের সঙ্গে সম্ভাব্য যোগসূত্র নিশ্চিত করার জন্য কাজ করছে। তাজা পণ্য এবং জনপ্রিয় চাতুচাক সপ্তাহান্তের বাজারের কাছাকাছি অবস্থিত এই বাজারটি থাই রাজধানীর একটি ব্যস্ততম গন্তব্যস্থল।

ডেপুটি কমিশনার চারিন গোপাত্তা রয়টার্সকে নিশ্চিত করেছেন, বন্দুকধারীসহ ছয়জন মারা গেছেন। এছাড়া এরাওয়ান জরুরি চিকিৎসা কেন্দ্র জানিয়েছে, হামলায় পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে চারজন নিরাপত্তা কর্মী এবং একজন মহিলা।

পিএস

Wordbridge School
Link copied!