• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

টেসলাকে ২৪৩ মিলিয়ন ডলার জরিমানা


নিজস্ব প্রতিবেদক:  আগস্ট ২, ২০২৫, ০৩:৫৪ পিএম
টেসলাকে ২৪৩ মিলিয়ন ডলার জরিমানা

ঢাকা : বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলাকে প্রায় ২৪৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছেন আদালত। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি জুরি শুক্রবার টেসলাকে এই জরিমানার নির্দেশ দেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

২০১৯ সালের এক প্রাণঘাতী দুর্ঘটনার জন্য কোম্পানির ‘অটোপাইলট’ চালক সহায়ক প্রযুক্তিকে দায়ী করে দায়ের করা এক মামলার প্রেক্ষিতে এ নির্দেশ দেন আদালত।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, অ্যাঙ্গুলো ও লিওনের পরিবারের পক্ষে মামলা পরিচালনা কারী আইনজীবী ড্যারেন জেফ্রি রুসোর মতে জুরি টেসলার সিস্টেমকে আংশিকভাবে কী লার্গোতে একটি দুর্ঘটনার জন্য দায়ী বলে মনে করেছেন। যেখানে নাইবেল বেনাভিডেস লিওন নিহত এবং তার প্রেমিক ডিলন অ্যাঙ্গুলো আহত হন।

বাদীরা অভিযোগ করেছিলেন, অটোপাইলটকে দোষী সাব্যস্ত করা হয়েছিল যখন চালক জর্জ ম্যাকগি’র টেসলা একটি শেভ্রোলেট স্পোর্ট ইউটিলিটি গাড়ির সাথে ধাক্কা খেয়ে লিওন নিহত এবং অ্যাঙ্গুলো আহত হন।

আদালতের নথি অনুযায়ী, জুরি ২০০ মিলিয়ন ডলার শাস্তিমূলক ক্ষতিপূরণ এবং লিওনের পরিবারের জন্য ৫৯ মিলিয়ন ডলার ও অ্যাঙ্গুলোর জন্য ৭০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণমূলক অর্থ প্রদানের নির্দেশ দেন।

রুসো জানান, যেহেতু জুরি টেসলাকে এক-তৃতীয়াংশ দায়ী করেছে, তাই ক্ষতিপূরণমূলক অর্থ কিছুটা হ্রাস পাবে। এই কাটছাঁটের পর জুরির মোট রায়ের আর্থিক প্রভাব দাঁড়াবে ২৪২ দশমিক ৫ মিলিয়ন ডলার।

পিএস

Wordbridge School
Link copied!