• ঢাকা
  • মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ট্রাম্পের হুমকি সত্বেও রাশিয়া থেকেই তেল কিনবে ভারত


নিজস্ব প্রতিবেদক:  আগস্ট ২, ২০২৫, ০৬:৫২ পিএম
ট্রাম্পের হুমকি সত্বেও রাশিয়া থেকেই তেল কিনবে ভারত

ঢাকা : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাস্তিমূলক হুমকির পরও রাশিয়া থেকে তেল ক্রয় করবে বলে জানিয়েছে ভারত।  বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করা হয়েছে।

গত মাসে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে ইঙ্গিত দেন যে, রাশিয়া থেকে অস্ত্র ও তেল কেনার কারণে ভারত অতিরিক্ত শাস্তির মুখোমুখি হতে পারে। শুক্রবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি শুনেছেন ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না।

শনিবার নিউ ইয়র্ক টাইমস দুইজন নাম প্রকাশে অনিচ্ছুক সিনিয়র ভারতীয় কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায়, ভারত সরকারের নীতিতে কোনো পরিবর্তন আসেনি। একজন কর্মকর্তা বলেন, সরকার তেল কোম্পানিগুলোকে রাশিয়া থেকে আমদানি কমাতে কোনো নির্দেশ দেয়নি।

রয়টার্স এ সপ্তাহে জানিয়েছে, জুলাই মাসে রাশিয়ান তেলের দাম বেড়ে যাওয়ায় ভারতীয় রাষ্ট্রায়ত্ত পরিশোধনাগারগুলো গত সপ্তাহে রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, “আমাদের জ্বালানির উৎসের বিষয়ে আমরা বাজারে কী উপলব্ধ আছে, কী অফার করা হয়েছে এবং বৈশ্বিক পরিস্থিতি কী, তা বিবেচনা করি।”

তিনি আরও বলেন, “রাশিয়ার সঙ্গে আমাদের একটি স্থিতিশীল ও পরীক্ষিত অংশীদারিত্ব রয়েছে এবং বিভিন্ন দেশের সঙ্গে ভারতের সম্পর্ক তাদের নিজস্ব ভিত্তিতে দাঁড়িয়ে আছে, কোনো তৃতীয় দেশের প্রিজমে তা দেখা উচিত নয়।”

ওয়াশিংটনে হোয়াইট হাউস মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

রাশিয়ার রপ্তানি হ্রাস এবং চাহিদা স্থির থাকায় রাশিয়ান তেলের দাম ২০২২ সালের পর সর্বনিম্নে নেমে আসায় ভারতীয় পরিশোধনাগারগুলো রাশিয়ান ক্রুড থেকে সরে আসছে, আগেই কিছু সূত্র জানিয়েছে।

দেশটির রাষ্ট্রায়ত্ত পরিশোধনাগারগুলো — ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOC), হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন (HPCL), ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন (BPCL) এবং মেঙ্গালুরু রিফাইনারি পেট্রোকেমিক্যাল লিমিটেড (MRPL) — গত এক সপ্তাহে রাশিয়ার কাছ থেকে তেল কেনার উদ্যোগ নেয়নি, পরিশোধনাগারগুলোর ক্রয় পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট চারটি সূত্র রয়টার্সকে জানিয়েছে।

ভারতের শীর্ষ তেল সরবরাহকারী
গত ১৪ জুলাই ট্রাম্প হুমকি দেন, রাশিয়া যদি ইউক্রেনের সঙ্গে একটি বড় ধরনের শান্তি চুক্তিতে না আসে, তবে রাশিয়ান তেল কিনে এমন দেশগুলোর ওপর তিনি ১০০% শুল্ক আরোপ করবেন। রাশিয়া বর্তমানে ভারতের শীর্ষ তেল সরবরাহকারী, যা ভারতের মোট তেলের প্রায় ৩৫% সরবরাহ করে।

২০২৫ সালের প্রথম ছয় মাসে রাশিয়া ভারতের শীর্ষ তেল সরবরাহকারী দেশ ছিল, মোট সরবরাহের প্রায় ৩৫%। এরপরই ছিল ইরাক, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত।

বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক ও ভোক্তা দেশ ভারত জানুয়ারি-জুন সময়কালে দৈনিক গড়ে প্রায় ১৭.৫ লাখ ব্যারেল রাশিয়ান তেল পেয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১% বেশি।

পিএস

Wordbridge School
Link copied!