ঢাকা: গাজায় ইসরাইলের অভিযান সম্প্রসারণের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছে যুক্তরাজ্য, ডেনমার্ক, ফ্রান্স, গ্রিস এবং স্লোভেনিয়া।
রোববার (১০ আগস্ট) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আগে ইসরাইলের এই পরিকল্পনা (গাজা দখল) বাতিল করার আহ্বান জানিয়েছে দেশগুলো।
ইউরোপীয় দেশগুলো বলছে, ‘এই পরিকল্পনা আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ঝুঁকি তৈরি করবে।’ বিবৃতিতে বলা হয়, ‘নিরাপত্তা পরিষদ ধারাবাহিকভাবে জিম্মিদের নিঃশর্ত এবং তাৎক্ষণিক মুক্তির আহ্বান জানিয়েছে।’
তবে হামাসকে অবশ্যই নিরস্ত্র করতে হবে এবং গাজার শাসনব্যবস্থায় ভবিষ্যতে তারা কোনো ভূমিকা পালন করতে পারবে না উল্লেখ করে এতে আরও বলা হয়, ‘এখানে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অবশ্যই কেন্দ্রীয় ভূমিকা থাকতে হবে। কিন্তু ইসরাইলি সরকারের এই সিদ্ধান্ত জিম্মিদের প্রত্যাবর্তন নিশ্চিত করতে পারবে না এবং তাদের জীবনকে আরও বিপন্ন করার ঝুঁকি তৈরি করবে।’







































