• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনকে ট্রাম্পের হুঁশিয়ারি


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ১৪, ২০২৫, ০৯:৫৩ এএম
ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনকে ট্রাম্পের হুঁশিয়ারি

ছবি : সংগৃহীত

ঢাকা: ইউক্রেন যুদ্ধ বন্ধে রাজি না হলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘অত্যন্ত গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় বুধবার (১৩ আগস্ট) ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, হ্যাঁ, হবে। খুবই গুরুতর পরিণতির মুখে পড়তে হবে।

তিনি জানিয়েছেন, আলাস্কায় আসন্ন শীর্ষ বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে।

এর কয়েক ঘণ্টা আগে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নেন, যেটিকে তিনি খুব ভালো ও আন্তরিক বলে বর্ণনা করেন।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে পুতিনের সঙ্গে ট্রাম্পের এটিই প্রথম সরাসরি বৈঠক হতে যাচ্ছে। আলাস্কার অ্যাঙ্কোরেজে অনুষ্ঠিত এই বৈঠক থেকে পুতিন, জেলেনস্কি ও ট্রাম্পের মধ্যে সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠকের পথ খুলে যেতে পারে।

ট্রাম্প জানান, প্রথম বৈঠকে পরিস্থিতি ও অগ্রগতি বোঝার চেষ্টা করবেন। যদি ফল ইতিবাচক হয়, তবে খুব দ্রুতই দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হতে পারে। তবে তিনি সতর্ক করে দেন, যদি মনে হয় এটি উপযুক্ত নয় বা প্রয়োজনীয় উত্তর না পাই, তবে দ্বিতীয় বৈঠক হবে না।

এসআই

Wordbridge School
Link copied!