• ঢাকা
  • মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পাকিস্তানে ত্রাণবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ১৫, ২০২৫, ০৯:৩২ পিএম
পাকিস্তানে ত্রাণবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

ঢাকা : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভয়াবহ বন্যা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ত্রাণসামগ্রী বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলটসহ পাঁচজন নিহত হয়েছেন। বার্তা সংস্থা ডনের এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে।

প্রাদেশিক মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডাপুর জানিয়েছেন, বাজাউর জেলায় ত্রাণ সরবরাহের সময় খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি মোহমান্দ জেলার পান্ডিয়ালি এলাকায় বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটি প্রাদেশিক সরকারের ছিল এবং এতে দুই পাইলট ছাড়াও তিনজন ক্রু সদস্য ছিলেন।

এদিকে, খাইবার পাখতুনখোয়া জুড়ে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৯ জনে। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (পিডিএমএ) তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ১৬৩ জন পুরুষ, ১৪ জন নারী এবং ১২ জন শিশু। সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা বুনার, যেখানে প্রাণ হারিয়েছেন অন্তত ৯১ জন।

পিডিএমএ জানিয়েছে, আগামী ২১ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে পরিস্থিতির আরও অবনতি আশঙ্কা রয়েছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে এবং ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে।

পিএস

Wordbridge School
Link copied!