• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইসরায়েলের তেল শোধনাগারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ১৮, ২০২৫, ০৮:২৩ পিএম
ইসরায়েলের তেল শোধনাগারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩

ঢাকা: ইসরায়েলের বন্দরনগরী হাইফায় একটি তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন এবং শোধনাগারটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি দৈনিক ইসরায়েল হায়োম। নিহত তিনজনের মরদেহ শোধনাগারের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে।

শোধনাগারটি ইসরায়েলি কোম্পানি বাজান গ্রুপের মালিকানাধীন। হামলার পর প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানায়, শোধনাগারের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ১৫ থেকে ২০ কোটি ডলারের আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও উল্লেখ করা হয়।

ইরান ও ইসরায়েলের শত্রুতা চার দশকেরও বেশি সময় ধরে চলমান। ফিলিস্তিনের দখলকৃত ভূমি ইস্যু ও ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে দু’দেশের মধ্যে উত্তেজনা দীর্ঘদিনের।

এর আগে গত ১২ জুন ইরানের পরমাণু স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। এতে নাতাঞ্জ, ফার্দো ও ইসফাহান শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ওই অভিযানে ইরানের সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ বাঘাইসহ কয়েকজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা ও অন্তত ১০ জন পরমাণু বিজ্ঞানী নিহত হন।

এআর

Wordbridge School
Link copied!