ঢাকা : ডোনাল্ড ট্রাম্পের অধিকাংশ শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা করেছে মাকির্ন আপিল আদালত। যা এই রিপাবলিকান প্রেসিডেন্টের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অর্থনৈতিক নীতি হাতিয়ার হিসেবে ব্যবহারের ওপর আঘাত হানে।
শুক্রবার ঘোষিত এক রায়ে আদালত বলেছেন, শুল্ক আরোপের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট (আইইপিএ) আইনের অপব্যবহার করেছেন।
আদালত অক্টোবর ১৪ পর্যন্ত এই শুল্কগুলিকে বলবৎ রাখার অনুমতি দিয়েছে, যাতে ট্রাম্প প্রশাসন মার্কিন সুপ্রিম কোর্টে আপিল করার সুযোগ পায়।
এই রায় এসেছে এমন এক সময়ে যখন ফেডারেল রিজার্ভের স্বাধীনতা নিয়ে একটি আইনি লড়াইও সুপ্রিম কোর্টে যাওয়ার পথে, যা ট্রাম্পের সামগ্রিক অর্থনৈতিক নীতি নিয়ে এবছর এক নজিরবিহীন আইনি দ্বন্দ্ব তৈরি করতে পারে।
ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে শুল্ককে মার্কিন পররাষ্ট্র নীতির একটি মূল স্তম্ভ হিসেবে গড়ে তুলেছেন, এগুলো ব্যবহার করে রাজনৈতিক চাপ সৃষ্টি ও আমদানি-নির্ভর দেশগুলোর সঙ্গে বাণিজ্য চুক্তি পুনর্বিন্যাস করেছেন।
এই শুল্কগুলো ট্রাম্প প্রশাসনকে বাণিজ্যিক অংশীদারদের কাছ থেকে অর্থনৈতিক ছাড় আদায়ে সুবিধা দিয়েছে, তবে একইসঙ্গে আর্থিক বাজারে অস্থিরতা বৃদ্ধি করেছে।
রায়ের প্রতিক্রিয়ায় ট্রাম্প "অত্যন্ত পক্ষপাতদুষ্ট" আদালতের সমালোচনা করে ট্রুথ সোশ্যালে লিখেছেন: "যদি এই শুল্ক কখনো উঠে যায়, তা দেশের জন্য একেবারে বিপর্যয় হবে।"
তবে তিনি সুপ্রিম কোর্টের সহায়তায় এই রায় উল্টে যাবে বলে আশা প্রকাশ করে বলেছেন, শুল্ক দেশের জন্য উপকারী হবে।
ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ইউএস কোর্ট অফ আপিলস ফর দ্য ফেডারেল সার্কিট ৭-৪ ভোটে এই রায় দেয়। আদালত ট্রাম্পের তথাকথিত "পারস্পরিক" (reciprocal) শুল্কের বৈধতা নিয়ে রায় দিয়েছে, যা এপ্রিল মাসে বাণিজ্য যুদ্ধে আরোপ করা হয়েছিল, পাশাপাশি ফেব্রুয়ারিতে চীন, কানাডা ও মেক্সিকোর বিরুদ্ধে আরোপিত শুল্কও এর আওতায় পড়ে।
রায়ে সংখ্যাগরিষ্ঠ ৬ বিচারপতি ডেমোক্র্যাট প্রেসিডেন্টদের দ্বারা নিযুক্ত হয়েছেন এবং দুইজন বিরোধী বিচারপতিও ডেমোক্র্যাট নিযুক্ত। রিপাবলিকান প্রেসিডেন্টদের নিযুক্ত একজন বিচারপতি সংখ্যাগরিষ্ঠ পক্ষে ছিলেন এবং দুইজন ছিলেন বিরোধী।
তবে আদালতের এই রায় ট্রাম্পের অন্যান্য আইনি ভিত্তিতে আরোপিত শুল্ক, যেমন ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর আরোপিত শুল্কগুলোর ওপর প্রভাব ফেলবে না।
পিএস







































