• ঢাকা
  • মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভোটগ্রহণ শুরু, কে হবেন নিউ ইয়র্কের মেয়র


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ৪, ২০২৫, ০৭:৪০ পিএম
ভোটগ্রহণ শুরু, কে হবেন নিউ ইয়র্কের মেয়র

ছবি: রয়টার্স

ঢাকা: নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে রাত ৯টা (বাংলাদেশ সময় বুধবার সকাল ৮টা) পর্যন্ত। বার্তা সংস্থা এপি প্রকাশিত ভিডিওতে ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দিতে দেখা গেছে।

নির্বাচনে ডেমোক্র্যাটের হয়ে লড়ছেন জোহরান মামদানি। তাঁর অপর দুই প্রতিদ্বন্দ্বী হলেন- স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুয়োমো ও রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া।

সকালে ভোটকেন্দ্র খোলার পরপরই সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে ভোটারদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন মামদানি ও অ্যান্ড্রু কুওমো। এক্স (আগের টুইটার)–এ দেওয়া পোস্টে কুয়োমো লিখেন, ‘অভিজ্ঞতা কাজে লাগিয়ে জননিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য আপনার ভোট চাই।’ 

অন্যদিকে, মামদানির পোস্টের ধরন ছিল একেবারে ব্যতিক্রম। তাঁর পোস্ট করা ভিডিওতে একটি ফুল ফুটতে দেখা যায়। তাতে এক সময় মামদানির মুখ ভেসে ওঠে। লেখা থাকে- ভোটগ্রহণ শুরু হয়েছে। 

ভোট দেওয়া শেষে কেউ কেউ গণমাধ্যমে প্রতিক্রিয়াও জানিয়েছেন। ম্যাট মেরকেল হেস নামের এক ভোটার নিউ ইয়র্ক টাইমসকে বলেন, তিনি মামদানিকে ভোট দিয়েছেন। কারণ এই প্রার্থী উদ্যোগগুলো বাস্তব সম্মত মনে হয়েছে।

আল জাজিরা বলছে, নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের ফলাফল ভোটগ্রহণ শেষের পর খুবই দ্রুত ঘোষণা করা হয়। তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। শহরের বেশিরভাগ ডেমোক্র্যাট ভোটারদের সমর্থন পেতে দুই প্রার্থী (মামদানি-কুয়োমো) মুখোমুখি হওয়ায় ফল নির্ধারণে সময় লাগতে পারে।

২০২১ সালে ভোটগ্রহণ শেষের অল্প সময়ের মধ্যেই ফলাফল ঘোষণা করা হয়েছিল। সেবার মেয়র হন ডেমোক্র্যাট সমর্থিত এরিক অ্যাডামস।

এখন পর্যন্ত হওয়া জনমত জরিপে অন্য দুজনের তুলনায় মামদানি স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন। তিনি বিনামূল্যে শিশু যত্ন কেন্দ্র, বাসে চলাচলের ব্যবস্থার আশ্বাস দিয়েছেন। নির্বাচিত হলে তিনি হবেন নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র। তবে মামদানিকে ঠেকাতে এরই মধ্যে হুমকি দিয়ে রেখেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে নিজ দল রিপাবলিকানের প্রার্থীর বদলে ভোটারদের স্বতন্ত্র প্রার্থী কুয়োমোকে ভোট দেওয়ার আহ্বান জানান ট্রাম্প পাশাপাশি বলেন, মামদানি নির্বাচিত হলে নিউ ইয়র্ক সিটির জন্য নির্ধারিত পরিমাণের বেশি ফেডারেল অর্থ বরাদ্দ দেবেন না।

পিএস

Wordbridge School
Link copied!