• ঢাকা
  • মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়ায় মেক্সিকোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করল পেরু


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ৪, ২০২৫, ০৮:১৭ পিএম
সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়ায় মেক্সিকোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করল পেরু

ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার পেরু মেক্সিকোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে। দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেটসি চাভেজ মেক্সিকোর দূতাবাসে রাজনৈতিক আশ্রয় নেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চাভেজ ২০২২ সালে এক অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিচারাধীন আছেন।

বেটসি চাভেজ পেরুর মেক্সিকান দূতাবাসে আশ্রয় নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পেরু সরকার কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয়। পেরুর পররাষ্ট্রমন্ত্রী হুগো দে জেলা বলেন, তারা গভীর দুঃখ ও বিস্ময়ের সঙ্গে জানতে পেরেছেন যে চাভেজকে মেক্সিকোর দূতাবাসে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে।

হুগো দে জেলা বলেন, চাভেজ সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাসতিয়োর অভ্যুত্থান প্রচেষ্টার অভিযুক্ত সহযোগী। এ অপ্রীতিকর পদক্ষেপ এবং মেক্সিকোর সরকারের বারবার পেরুর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কারণে সরকার আজ কূটনৈতিক সম্পর্ক ছিন্নের সিদ্ধান্ত নিয়েছে।

পেরুর পদক্ষেপের বিষয়ে মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

বেটসি চাভেজ ছিলেন পেরুর সাবেক প্রেসিডেন্ট কাসতিয়োর সরকারের প্রধানমন্ত্রী। কাসতিয়ো ২০২২ সালের শেষ দিকে সংসদ ভেঙে দেওয়ার চেষ্টা করলে সংসদ কর্তৃক ক্ষমতাচ্যুত হন। এই ঘটনায় চাভেজের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছিল। ২০২৩ সালের জুনে তাকে গ্রেফতার করা হয়, তবে চলতি বছরের সেপ্টেম্বরে বিচারাধীন অবস্থায় জামিনে মুক্তি পান।

এসএইচ 

Wordbridge School
Link copied!