• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

অস্থির সোনার বাজার


চট্টগ্রাম প্রতিনিধি নভেম্বর ১৩, ২০২৫, ০১:৫৭ পিএম
অস্থির সোনার বাজার

ফাইল ছবি

ঢাকা: মাঝে কিছুটা কমলেও স্থির না থেকেই আবার বেড়েছে সোনার দাম। এর ফলে, এবার গত তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে মূল্যবান ধাতুটির দাম। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। 

এদিন যুক্তরাষ্ট্রের স্পট মার্কেটে সোনার দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৪ হাজার ২১৫ দশমিক ৮৭ ডলারে পৌঁছেছে, যা গত ২১ অক্টোবরের পর সর্বোচ্চ। আর ডিসেম্বর ডেলিভারির জন্য ফিউচার মার্কেটে শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স সোনার দাম হয়েছে ৪ হাজার ২১৯ দশমিক ৯০ ডলার।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে সরকারি অচলাবস্থা কেটে যাওয়ায় অর্থনৈতিক তথ্য প্রকাশের প্রক্রিয়া পুনরায় শুরু হবে এই প্রত্যাশা এবং ফেডারেল রিজার্ভ শিগগিরই সুদের হার কমাতে পারে এমন সম্ভাবনায় বিনিয়োগকারীরা আবারও ঝুঁকছেন সোনার দিকে।

এএনজেড ব্যাংকের বিশ্লেষকরা জানিয়েছেন, মার্কিন সরকারের অচলাবস্থার (শাটডাউন) পর দুর্বল অর্থনৈতিক তথ্য প্রকাশের আশঙ্কা স্বর্ণের দাম বাড়াতে ভূমিকা রেখেছে। 
 
এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘতম সরকারি অচলাবস্থার অবসান ঘটাতে একটি বিলে স্বাক্ষর করেন। গত ১ অক্টোবর থেকে শুরু হওয়া এই শাটডাউনের কারণে শ্রমবাজার, মুদ্রাস্ফীতি ও আয়-ব্যয়ের মতো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য প্রকাশ বন্ধ ছিল।

অর্থনীতিবিদদের মতে, এখন দ্রুত এই প্রতিবেদনগুলো প্রকাশ করা দরকার, যাতে ফেডারেল রিজার্ভ ডিসেম্বরের নীতিনির্ধারণী বৈঠকে হালনাগাদ তথ্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে পারে। 

রয়টার্সের এক জরিপে অংশ নেয়া ৮০ শতাংশ অর্থনীতিবিদই ধারণা করছেন, দুর্বল শ্রমবাজার সামাল দিতে আগামী মাসে আবারও সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমাবে ফেড।

বিশ্লেষকরা বলছেন, কম সুদের হারের পরিবেশে এবং অনিশ্চিত অর্থনৈতিক পরিস্থিতিতে ফলনহীন সম্পদ হিসেবে সোনাই বেশি নিরাপদ আশ্রয় হিসেবে বিবেচিত হয়। ভূ-রাজনৈতিক উত্তেজনা ও ফেডের সুদের হার কমানোর প্রত্যাশায় গত এক বছরে প্রায় ৬০ শতাংশ বেড়েছে সোনার দাম। আর গত ২০ অক্টোবর এটি সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৩৮১ দশমিক ২১ ডলারে পৌঁছেছিল।

পিএস

Wordbridge School
Link copied!