• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভারতে সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩৬ 


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ২৮, ২০১৭, ০৬:৩২ পিএম
ভারতে সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩৬ 

ঢাকা: সরকারি চাকরিতে প্রবেশে বয়সের সীমা বাড়ালো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এখন থেকে শিক্ষার্থীরা প্রথম শ্রেণির সরকারি চাকরিতে ৩৬ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। তবে দ্বিতীয় শ্রেণির ক্ষেত্রে বয়সের সর্বোচ্চ সীমা করা হয়েছে ৩৯ বছর।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ সিদ্ধান্ত নিয়েছেন। এর কয়েকদিন আগে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের অবসরের বয়স বাড়ানো হয়েছিল।

গত ২৭ জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকের পর সেই সিদ্ধান্ত ঘোষণা করলেন পরিষদীয়মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ৩৬ বছর বয়স পর্যন্ত গ্রুপ ‘এ’ (১ম শ্রেণি) পরীক্ষায় আবেদন করা যাবে।  গ্রুপ ‘বি’ (২য় শ্রেণি) পদে সর্বোচ্চ বয়স করা হয়েছে ৩৯ বছর। অর্থাৎ সাধারণ শ্রেণিভুক্ত ছেলেমেয়েরা এখন থেকে ৩৬ বছর বয়সেও ডব্লিউবিসিএস পরীক্ষায় বসতে পারবেন।  ডব্লিউবিসিএস পরীক্ষায় বসা যাবে ৩৯ বছর পর্যন্ত।  এতদিন এই দুই পদে চাকরির পরীক্ষায় বসার সর্বোচ্চ বয়স ছিল ৩২ বছর।

নবান্ন সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানায়, সরকারি চাকরিতে আগে বয়সের সর্বোচ্চ সীমা ছিল ৩৭ বছর।  অন্যান্য পশ্চাদপদ শ্রেণির (ওবিসি) ছেলেমেয়েরা ডব্লিউবিসিএস পদে ৩৯ বছর পর্যন্ত এবং ডব্লিউবিসিএস পরীক্ষায় ৪২ বছর পর্যন্ত সুযোগ থাকছে। এই দুই পদের ক্ষেত্রেই রাজ্য সরকার পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ করে। 
পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আগেই চতুর্থ ও তৃতীয় শ্রেণি অর্থাৎ গ্রুপ ‘ডি’ ও ‘সি’ পদে সাধারণ শ্রেণির জন্য নিয়োগের সর্বোচ্চ বয়স ৩৭ থেকে বাডিয়ে ৪০ বছর করেছে। 

সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স বাড়ানো সিদ্ধান্ত নেওয়া হলেও অবসরের বয়স বাড়ানোর কোনও সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।  একমাত্র চিকিৎসক এবং কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবসরের বয়স বাড়ানো হয়েছে।  প্রশাসনে লোকাভাব ক্রমশ প্রকট হলেও সেখানে নতুন নিয়োগের বদলে অবসরপ্রাপ্তদেরই পুনর্নিয়োগের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।  বহু জায়গায় নতুন মুখের বদলে অবসরপ্রাপ্তদের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে। 

বয়স বাড়ানোর পাশাপাশি তফশিলি জাতি ও উপজাতির শ্রেণির প্রার্থীদের জন্য ২০ লাখ রুপি বিদেশি শিক্ষার ক্ষেত্রে ঋণ দেওয়া হবে বলেও সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ। সেইসঙ্গে মমতা আশ্বাস দিয়েছেন সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কর্মীরা (চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী) ৬০ বছর বয়স পর্যন্ত নিশ্চিত চাকরি করতে পারবেন। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি শীঘ্রই প্রকাশিত হবে।

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!