• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাতের আঁধার আলো করল নাইট কুইন ফুল  


আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি     জুন ৩০, ২০২১, ১০:৪৬ পিএম
রাতের আঁধার আলো করল নাইট কুইন ফুল  

ব্রাহ্মণবাড়িয়া : নাইট কুইন ফুল হলো রাতের রানীখ্যাত ফুল। এই ফুলটি রাতের আঁধার আলো করে ফোটে । এ ফুলের সৌন্দর্য-সৌরভ ও প্রস্ফুটন সব মিলে এ ফুলকে দিয়েছে রানীর আসন । যার ফলে এর নামকরণও সার্থক। সন্ধ্যা থেকেই একটু একটু করে কলি হতে ফুল ফোটার প্রস্তুত নিয়ে একে একে সবগুলো পাপড়ি ছড়িয়ে দিয়ে অপার সৌন্দর্যে রাতের নীরবতায় হাজির হয় ফুলটি। এটাই হলো এই ফুলের বৈশিষ্ট্য। আর এর নজরকাড়া সুগন্ধ মানুষকে আকৃষ্ট করে।  এ ফুলটি অন্যান্য যে কোনো ফুল থেকে ভিন্ন। বর্ষা ঋতুর সময়ে বছরের কোনো একদিন রাতে প্রস্ফুটিত হয়- যা এর স্বভাব।

মঙ্গলবার রাত সাড়ে ১০টায়  এই ফুল ফুটেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের কলেজ পাড়া এলাকায় মৌসুমী আক্তারের বাসায়। মৌসুমী আক্তার পৌর শহরের তারাগন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এদের বাসার বারান্দায় টবের মধ্যে থাকা নাইট কুইন, গোলাপসহ বিভিন্ন ধরনের ফুলের গাছের চারা রয়েছে। এরমধ্যে একটি গাছে এক সঙ্গে ৪টি নাইট কুইন ফুল ফুটে।

লম্বা বোঁটায় নমনীয় কোমল অনেকগুলো পাপড়ির সমন্বয়ে সৃষ্ট নাইট কুইন ফুল। মাঝে পরাগ অবস্থিত। ফুলের রং প্রধানত সাদা। তবে সাদা রঙের ফুলে মাঝে ঘিয়ে রঙের মিশ্রণ ও সুমিষ্ট গন্ধ সব মিলে নাইট কুইনকে দিয়েছে রাজকীয় ফুলের আসন। ফুটন্ত ফুলের পাপড়িগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে।  তাছাড়া নাইট কুইন ফুলকে বলা হয় সৌভাগ্যের প্রতীক। এ ফুল যার বাড়িতে ফোটে তার বাড়িতে সৌভাগ্য বয়ে আসে। ক্যাকটাস জাতীয় এ উদ্ভিদের আদি নিবাস মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল ও মেক্সিকো। ফুল প্রেমীদের হাত ধরে আমাদের দেশে এ ফুল বিস্তার লাভ করেছে। তাই তো বর্তমান সময়ে বাসা-বাড়িসহ বিভিন্ন স্থানে নাইট কুইন ফুল চোখে পড়ে।

শিক্ষক মৌসুমী আক্তার বলেন, আজ থেকে দুই বছর আগে এক আত্মীয় তাকে ৪টি নাইট কুইন ফুলের চারা উপহার হিসাবে দেন।  এরপর তিনি বাসায় এনে টবের মধ্যে ফুলের চারাগুলো যত্ন করে রাখেন। পরিবারের সবাই এই চারাসহ অন্যান্য ফুলের চারাগুলোতে নিয়মিত পরিচর্যা করতে থাকে। এই প্রথম একটি গাছে ৪টি নাইট কুইন ফুল ফুটে। তিনি আরো বলেন সন্ধ্যার দিকে তার বাসায় টবে লাগানো একটি নাইট কুইন গাছে  কলি অদ্ভুত সাজে সজ্জিত হয়ে উঠতে দেখেন।  তখনই তারা বুঝতে পারছেন  নাইট কুইনের ফুল ফোটার সময় হয়েছে। রাত সাড়ে ১০টার দিকে আস্তে আস্তে ৪টি ফুল ফোটে। আবার রাত শেষ হওয়ার আগেই এটি ঝরে যায়। অনেক ধৈর্য, পরিশ্রম ও প্রতিক্ষার পরই তাদের যেন নাইট কুইন ফুল দেখার সৌভাগ্য হয়। ফুটন্ত ফুলের নয়নাভিরাম রূপ-সৌন্দর্য যে কাউকে আকৃষ্ট করবে। নিজ ফুল গাছে নাইট কুইন ফুল দেখতে পেয়ে পরিবারর সবাই খুবই খুশি।  অনেক দিনের ইচ্ছা ছিল নিজের বাসায় এই ফুল দেখব। সেটা আজ পুরণ হলো।  

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!