• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সপ্তাহে ১৫০ মিনিট ব্যায়াম, ফিট রাখুন নিজেকে


লাইফস্টাইল ডেস্ক ফেব্রুয়ারি ২৬, ২০২৩, ০১:০৩ পিএম
সপ্তাহে ১৫০ মিনিট ব্যায়াম, ফিট রাখুন নিজেকে

ঢাকা : শরীরকে সুস্থ এবং ফিট রাখতে নিয়মিত ব্যায়াম অপরিহার্য। প্রতিদিন দীর্ঘ সময় না হলেও অল্প সময় করে ব্যায়াম করলেও শরীরে অনেক ইতিবাচক প্রভাব ফেলে। বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে যে সপ্তাহে মাত্র ১৫০ মিনিট ব্যায়াম শরীরকে সুস্থ রাখে, ওজন নিয়ন্ত্রণ করে, এছাড়া দীর্ঘজীবী করে তুলতেও সাহায্য করে।

আসুন দেখে নেই সপ্তাহে মাত্র ১৫০ মিনিট ব্যায়াম আরও কি কি উপকার করে

১. বিভিন্ন সংস্থার মোট ১৪টি গবেষণায় দেখা গেছে যে ১৫০ মিনিট দ্রুত হাঁটা শরীরের ফ্যাটি লিভার কমায়। যুক্তরাষ্ট্রের পেন স্টেট কলেজ অফ মেডিসিনের গবেষণায় দেখা গেছে যে ১৫০ মিনিট মাঝারি থেকে জোরালো অ্যারোবিক ব্যায়াম লিভারের চর্বি কমাতে পারে।

২. সপ্তাহে ৫০ মিনিটের ব্যায়াম শরীরে রক্ত সঞ্চালনের উন্নতি ঘটায় যার ফলে রক্তচাপ এবং হৃদস্পন্দন নিয়ন্ত্রণে আসে। গবেষণায় বলা হয়ে নিয়মিত ব্যায়াম হৃদরোগীদের উপর ইতিবাচক প্রভাব ফেলে।

৩. সপ্তাহে প্রতিদিন ২০-৩০ মিনিটের ব্যায়াম মানসিক চাপ এবং বিষন্নতা কমাতে পারে। ন ভাল রাখতে শুধু ঘরে বসে ব্যায়াম নয়, বাইরে খোলা জায়গায় অন্ততপক্ষে ২০ থেকে ৩০ মিনিট শরীরচর্চা করতে হবে।

দীর্ঘ সময় ব্যায়াম না করে সপ্তাহের সাতদিনে সমানভাবে ভাগ করে নিতে পারেন। এতে করে প্রতিদিন ব্যায়ামের পাশাপাশি শরীর ও মন থাকবে সতেজ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ১৬-৬০ বছর বয়সিদের শারীরিক জটিলতা না থাকলে সপ্তাহে ৩০০ মিনিট পর্যন্ত ব্যায়াম করা যায়।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!