• ঢাকা
  • মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

চশমা পরায় নাকের পাশে গাঢ় দাগ? দূর করুন সহজ উপায়ে


লাইফস্টাইল ডেস্ক সেপ্টেম্বর ৬, ২০২৫, ০২:০৭ পিএম
চশমা পরায় নাকের পাশে গাঢ় দাগ? দূর করুন সহজ উপায়ে

ঢাকা: দৃষ্টিশক্তিতে হেরফের হলে চিকিৎসকরা চশমা পরতে পরামর্শ দেন। আর যখন কোনো ব্যক্তি নিয়মিত চশমা পরেন, তখন তার নাকের দুই পাশে মোটা ও গাঢ় দাগ পড়ে যায়। তাতে নাকের দুইপাশ দেখতে ভালো লাগে না। এবার আর সেই দাগ নিয়ে কোনো চিন্তা করতে হবে না। কারণ কয়েকটি সহজ টোটকা কাজে লাগাতে পারলেই ওই দাগ হবে ভ্যানিশ।

অনেকে আবার ঝাপসা দেখেন বলে চশমা পরেন। আর দিনের পরদিন চশমা পরার পর নাকের দুই পাশে দাগ গাঢ় হতে থাকে। কয়েকটি টিপস ঠিক করে কাজে লাগাতে পারলে ওই দাগ সহজেই দূর হবে।

শসা
শসার উপকারিতা বিরাট। যারা সবসময় চশমা পরেন, তাদের নাকের দুই পাশে দাগ হয়ে যায়। তারা যদি সেই স্থানে শসার রস লাগান, তাহলে আস্তে আস্তে সেই দাগ কমে যাবে।

আলু
প্রথমে আলু ছোট ছোট করে কাটতে হবে। তারপর তা থেঁতো করতে হবে। সেখান থেকে রস বের করে নাকের দুই পাশে লাগাতে হবে। এই রস মিনিট দশেক লাগিয়ে রেখে ধুয়ে নিতে হবে।

অ্যালোভেরা জেল
নিয়মিত চশমা পরে নাকের দুই পাশে যে দাগ হয়ে যায়, তা তুলতে বেশ কার্যকরী অ্যালোভেরা জেল। তাই দাগ হওয়া জায়গায় যদি অল্প টাটকা অ্যালোভেরা জেল লাগান, সেই দাগ দূর হয়ে যাবে।
 
কাঠবাদামের তেল
রেগুলার চশমা পরতে পরতে কারণে নাকের দুইদিকে দাগ হওয়া খুব অস্বাভাবিক নয়। সেই দাগ তুলতে সাহায্য করে কাঠবাদামের তেল। প্রতি রাতে ঘুমানোর আগে একমাস কাঠবাদামের তেল লাগাতে পারলে ভালো লাভ হবে।

মধু
যেকোনো দাগ কমাতে মধু বিরাট কার্যকরী। যদি চশমা পরার ফলে কারো নাকের দুই দিকে মোটা দাগ হয়, তার উচিত সেখানে মধু লাগানো। তাহলে ধীরে ধীরে দাগ কমে যাবে।
 

ইউআর

Wordbridge School
Link copied!