• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ফুল কিভাবে দীর্ঘদিন তাজা রাখবেন? জেনে নিন সহজ টিপস


লাইফস্টাইল ডেস্ক জুলাই ১৪, ২০২৫, ০৪:৪৮ পিএম
ফুল কিভাবে দীর্ঘদিন তাজা রাখবেন? জেনে নিন সহজ টিপস

ঢাকা: তাজা ফুল দিয়ে ঘর সাজানো অনেকেরই পছন্দ। একটি ফুলদানিতে রঙিন ফুলের গুচ্ছ শুধু ঘরের সৌন্দর্যই বাড়ায় না, মনকেও করে তোলে ফুরফুরে। তবে সমস্যা হলো, এই তাজা ফুল খুব বেশি দিন টিকে না। দুই এক দিনের মধ্যেই ফুল শুকিয়ে যায়, পাপড়ি ঝরে পড়ে।

প্রতি সপ্তাহে নতুন ফুল কেনাও খরচসাপেক্ষ, কারণ বাজারে ফুলের দাম এখন অনেক বেশি। তাই ফুল কিভাবে দীর্ঘদিন তাজা রাখা যায়, সেটা জানা থাকলে খুবই উপকারে আসে। চলুন, জেনে নিই কিছু কার্যকর উপায়।

*ফুলদানি পরিষ্কার রাখুন
ফুল রাখার আগে ফুলদানিটি ভালোভাবে ধুয়ে নিন। সাবান বা অন্য কোনো কেমিক্যাল যেন ফুলদানিতে না লেগে থাকে, তা নিশ্চিত করুন।

*ফুলের ডাঁটা সঠিকভাবে কাটুন
ফুল কিনে এনে সরাসরি পানিভর্তি ফুলদানিতে রাখবেন না। ফুলের কাণ্ড ও অতিরিক্ত পাতা ছেঁটে নিন। তবে কাণ্ড খুব ছোট করবেন না।
বরং ৪৫ ডিগ্রি কোণে কেটে নিন, এতে ফুল বেশি দিন পানি শোষণ করতে পারবে।

*পাতার যত্ন নিন
ফুলদানি ভর্তি করে পানি দেবেন না। ফুলের নিচের দিকের পাতাগুলো ছেঁটে ফেলুন, যেন কোনো পাতা পানির মধ্যে না থাকে। পাতাগুলো পানিতে থাকলে পানিতে দ্রুত পচে যায়, আর ফুলও তাড়াতাড়ি নষ্ট হয়।

*সূর্যের আলো এড়িয়ে চলুন
ফুলদানি রোদে রাখবেন না। রোদের তাপে ফুল দ্রুত শুকিয়ে যায়। এছাড়া ২-৩ দিন পর পর পানি পরিবর্তন করুন, নাহলে ফুল পচে যেতে পারে।

*বিশেষ মিশ্রণ ব্যবহার করুন
অনেকে নিয়মিত পানি পরিবর্তন করলেও ফুল বেশিদিন টেকে না। এই সমস্যা এড়াতে এক কাপ পানিতে ২ টেবিল চামচ অ্যাপল সিডার ভিনেগার, ২ চামচ চিনি এবং আধা চা চামচ ব্লিচ মিশিয়ে ফেলুন। তারপর এই মিশ্রণটি ফুলদানির পানির সঙ্গে মিশিয়ে দিন। এতে ফুল অনেক দিন পর্যন্ত টাটকা থাকবে।

ইউআর

Wordbridge School
Link copied!