• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

থ্রিলার ধর্মীয় উপন্যাস ‘একটি শোক সংবাদ’


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৫, ২০২২, ০২:৫৬ পিএম
থ্রিলার ধর্মীয় উপন্যাস ‘একটি শোক সংবাদ’

ছবি : উপন্যাস ‘একটি শোক সংবাদ’

ঢাকা : অমর একুশে বইমেলা ২০২২- এ ‘পুস্তক প্রকাশন’ থেকে প্রকাশিত হচ্ছে আল-শাহরিয়ার শাওনের থ্রিলার ধর্মীয় উপন্যাস ‘একটি শোক সংবাদ’। উপন্যাসটির প্রচ্ছদ করেছেন শাহাদাত হোসাইন।

‘একটি শোক সংবাদ’ নিয়ে কথা বলতে গিয়ে লেখক বলেন, ‘গল্পটা শুরু করার পেছনে তেমন কোনও যৌক্তিক কারণ ছিলোনা, একদিন হঠাৎ মনে হলো দ্বিতীয় উপন্যাস লেখা শুরু করা প্রয়োজন। তবে মাথায় কোনও প্লট নেই, প্লট খুঁজলাম কিছুই পাচ্ছিনা। ভাবলাম নিজেকে নিয়ে লেখি কিছু, নিজেকে একটা চরিত্রে আবদ্ধ করি, কিন্তু আমিতো গোপনীয়তা পছন্দ করি, সেটা চরিত্রে তুলে ধরলে সবাই আমাকে টুকটাক বুঝে ফেলবে, তখন সেই চিন্তাও বাদ দিয়েছি, নতুন চিন্তা হিশেবে মাথায় নিলাম প্রাইমারী স্কুল বয়সে তিন গোয়ান্দার গল্প পড়ে একবার আমার গোয়েন্দা হওয়ার স্বপ্ন জেগেছিলো, দীর্ঘদিন এই স্বপ্ন মনে বুনে বসে ছিলাম, কেনও জেনো সেটাও উড়ে গেছে, পড়ার চাপে বা ফাঁকিবাজির চাপে।’

তিনি আরও বলেন, ‘তারপর খুব একটা গোয়েন্দা গল্প/উপন্যাস পড়া হয়নি এখনো হয়না। নতুন গল্পের জন্য তখন প্রধান চরিত্র হিশেবে সেই শৈশবের স্বপ্নের/ইচ্ছার আমিকে বাঁছাই করে একটা গোয়েন্দা চরিত্র সৃষ্টি করার চেষ্টা করলাম, তখনও শুখনো মগজে কোনও প্লট মিল ছিলোনা, প্লটের জন্য এদুয়ার-ওদুয়ার দৌঁড়ে বেড়িয়েছি কতদিন কতরাত। গ্রামে থাকার সুবাদে একদিন চোখ বুলিয়ে দেখি কতগুলো প্লট দাঁড়িয়ে আছে আমার দুয়ারে এবং আমার আশেপাশে প্রতিটা পরিবারের দুয়ারে। তারপর বাছাই করা প্লটের বিষয়টা রিসার্চ করলাম অনেকের সাথে আলোচনায় বসেছি, কয়েকটা চরিত্র তুলেছি।’

শাওন বলেন, ‘মানুষের ভেতর বাহির থেকে কিছুটা সংলাপ চরিত্র ধার নিয়েছি, একটা পর্যায় খেয়াল করলাম প্রতিটা মানুষই খোলসের আড়ালে থেকে আমার সাথে আলোচনায় বসছে, স্পষ্ট আমি তাদের খোলস ধরতে পারছিলাম। সেখান থেকেও কিছুটা অভিজ্ঞতা ধার নিয়েছি, গভীর মনোযোগে একটি অগোছালো পাণ্ডুলিপি সম্পূর্ণ করি, এবং দুইবছর সময় কাটিয়ে ধম লাগিয়ে আপনাদের জন্য পরিপূর্ণ একটি বাস্তবিক সামাজিক থ্রিলার উপন্যাস দাড় করাতে সম্ভব হয়েছি বলে আশা করি।’

উপন্যাসটির প্রি-অর্ডার শুরু হয়েছে। ২৯০ টাকা থেকে ২১% ছাড়ে মাত্র ২৩০ টাকায় প্রি-অর্ডারে আপনর কপিটি সংগ্রহ করতে পারবেন।

সোনালীনিউজ/এসএন

Wordbridge School
Link copied!