• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আমার হাসু আপা কে একবার দেখতে চাই !


মো: গোলাম মোস্তফা (দুঃখু) জানুয়ারি ৩, ২০১৯, ০১:৪০ পিএম
আমার হাসু আপা কে একবার দেখতে চাই !

আমায় একটি ঘর দাও কান্না করার জন্য ,
আমায় একটি উঠোন দাও হাটার জন্য।
পিছন থেকে কেউ ডাকছে আমায় !
হাসু আপা- হাসু আপা বলে।

পিছন ফিরে তাকিয়ে দেখি ,
আমার ছোট ভাই রাসেল দাঁড়িয়ে আছে।
রাসেল ! রাসেল ! ভাই আমার।
হাসু আপা, হাসু আপা, আমি এখানে।
আমি থমকে দাঁড়ালাম,
কোথাও তো -রাসেল কে দেখতে পাচ্ছি না !

রেহানা বোন আমার।
রাসেল কে বল,
আমায় হাসু আপা বলে ডাকতে।
ওর ছায়া আমাকে এখনো বলে,
হাসু আপা আমি তোমার রাসেল।

বাবার স্বপ্ন সাথে নিয়ে,
হাসু আপা আবার ও - জয়ী হয়েছে বাংলার মাটিতে।
১৯৭৫ সালের  ১৫ আগস্টে,
কালো রাত নেমে এলো ধানমন্ডি ৩২ নাম্বার বাড়িতে।

বুলেটের আঘাত লাগলো ছোট দেহে!
চিৎকার করে বার বার বলেছিলাম,
আমার হাসু আপা কে একবার দেখতে চাই !
ছোট নয়ন দিয়ে।

জানো হাসু আপা- চোখ বন্ধ হওয়ার আগে।
বার বার তোমার মুখটি,
আমার ছোট নয়নে ভেসে উঠে ছিলো।

ধানমন্ডি ৩২ নাম্বার বাড়িতে  আলো জ্বলছে,
আমি থাকিয়ে দেখি!
হাসু আপা কান্না করছে,
আমার ছবির পাশে দাঁড়িয়ে।

লেখক : বিতার্কিক-সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, খুলশী, চট্টগ্রাম

Wordbridge School
Link copied!