• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কিশোর গোয়েন্দা সিরিজের স্রষ্টা রকিব হাসান আর নেই


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৫, ২০২৫, ০৭:৫২ পিএম
কিশোর গোয়েন্দা সিরিজের স্রষ্টা রকিব হাসান আর নেই

ফাইল ছবি

জনপ্রিয় কিশোর গোয়েন্দা সিরিজ তিন গোয়েন্দার স্রষ্টা, লেখক ও অনুবাদক রকিব হাসান মারা গেছেন। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে ডায়ালাইসিস চলাকালীন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সেবা প্রকাশনীর উপদেষ্টা মাসুমা মায়মূর সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। রকিব হাসান ধানমন্ডির গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তার দুটি কিডনি বিকল হয়ে গিয়েছিল।

রকিব হাসান ১৯৫০ সালের ১২ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। শৈশব ফেনীতে কাটে। পড়াশোনার পরে লেখালেখির প্রতি আগ্রহ জন্মায় এবং ছদ্মনামে তার প্রথম বই প্রকাশিত হয়। স্বনামে প্রথম প্রকাশিত অনুবাদগ্রন্থ ছিল ব্রাম স্টোকারের ‘ড্রাকুলা’।

তিনি কিশোরদের জন্য থ্রিলার ও গোয়েন্দা গল্প লিখে খ্যাতি অর্জন করেন। তিন গোয়েন্দার ১৬০টি বই রচনা করেছেন এবং ৩০টি বই অনুবাদ করেছেন। এছাড়া রহস্যপত্রিকার সহকারী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আজ বাদ এশা রাজধানীর শাহজাহানপুর কবরস্থানে রকিব হাসানের মরদেহ দাফন করা হয়।

এসএইচ

Wordbridge School
Link copied!