• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ফেব্রুয়ারিতেই হবে অমর একুশে বইমেলা


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৩, ২০২৫, ১০:৫৭ পিএম
ফেব্রুয়ারিতেই হবে অমর একুশে বইমেলা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর ২০২৬ সালের অমর একুশে গ্রন্থমেলা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি মাসেই হবে। বাংলা একাডেমি ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (৩ নভেম্বর) বিকেলে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সঙ্গে বাপুস নেতাদের বৈঠকে বিষয়টি চূড়ান্ত হয়। একাডেমির পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনের সময়সূচি ঘোষিত হলে মেলার নির্দিষ্ট তারিখ জানানো হবে।

বৈঠকে রাষ্ট্রের নিরাপত্তা সংস্থাগুলোর পরামর্শ পর্যালোচনা শেষে ফেব্রুয়ারিতে মেলা আয়োজনকেই বাস্তবসম্মত মনে করা হয়। বাংলা একাডেমি জানিয়েছে, মেলা আয়োজনের বিষয়ে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হবে।

এর আগে চলতি বছরের ১৭ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত বইমেলা আয়োজনের প্রাথমিক ঘোষণা ছিল। তবে গত ২১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নির্বাচন-পরবর্তী সময়ে মেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

লেখক, প্রকাশক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা ফেব্রুয়ারিতে বইমেলা আয়োজনের দাবিতে দীর্ঘদিন ধরেই সোচ্চার ছিলেন। ২০২১ সালে করোনা মহামারির কারণে একুশে বইমেলা মার্চে, আর ২০২২ সালে ফেব্রুয়ারির মাঝামাঝি অনুষ্ঠিত হয়েছিল।

এম

Wordbridge School
Link copied!