• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ল’ রিপোর্টার্স ফোরামে নতুন নেতৃত্ব


নিজস্ব প্রতিবেদক মে ১৩, ২০২২, ০৭:০৩ পিএম
ল’ রিপোর্টার্স ফোরামে নতুন নেতৃত্ব

ঢাকা: ২০২২-২০২৩ সেশনের জন্য আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন পদে দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার আশুতোষ সরকার।সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঁঞা। এছাড়া সহ-সভাপতি হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র রিপোর্টার দিদারুল আলম দিদার।

শুক্রবার (১৩ মে) বিকেলে সুপ্রিমকোর্ট বার ভবন মিলনায়তনে এলআরএফ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক আশরাফ উল আলম এ ফল ঘোষণা করেন।

এছাড়াও কমিটির যুগ্ম সম্পাদক পদে জাগো নিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র রিপোর্টার ফজলুল হক মৃধা, কোষাধ্যক্ষ পদে নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র রিপোর্টার আব্দুল জাব্বার খান, সাংগঠনিক সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার আরাফাত মুন্না, দপ্তর সম্পাদক পদে দৈনিক আজকের পত্রিকার স্টাফ রিপোর্টার এস এম নূর মোহাম্মদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে এখন টেলিভিশনের স্টাফ রিপোর্টার জাহিদ হাসান, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক পদে নিউজ টোয়েন্টিফোর টিভির স্টাফ রিপোর্টার হাবিবুল ইসলাম হাবিব নির্বাচিত হয়েছেন।

কমিটির কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দৈনিক মুখপাত্রের সম্পাদক ও প্রকাশক শেখ মুহাম্মদ জামাল হোসাইন (শেখ জামাল), যমুনা টিভির বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিন (মো. আবদুল্লাহ), ঢাকা মেইল ডটকমের সিনিয়র রিপোর্টার আমিনুল ইসলাম মল্লিক ও ঢাকাপ্রকাশ টোয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার মাহমুদুল আলম।

এর আগে বিদায়ী কমিটির সভাপতি মাশহুদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিনের সঞ্চালনায়  ল’ রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ১ নম্বর হলে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু, এলআরএফের সাবেক সভাপতি স্বপন দাস গুপ্ত, এম বদিউজ্জামান, ক্র্যাবের সাবেক সভাপতি মিজান মালিক,এলআরএফের সাবেক সভাপতি ওয়াকিল আহমেদ হিরন বক্তব্য রাখেন।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!