• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হাসিনার ইন্টারভিউ নিয়ে বিতর্ক, মুখ খুললেন খালেদ মুহিউদ্দীন


সোনালী ডেস্ক অক্টোবর ২৯, ২০২৫, ০৫:২৬ পিএম
হাসিনার ইন্টারভিউ নিয়ে বিতর্ক, মুখ খুললেন খালেদ মুহিউদ্দীন

ফাইল ছবি

ঢাকা: নিউইয়র্কভিত্তিক সংবাদ প্রতিষ্ঠান ঠিকানার সাংবাদিক খালেদ মুহিউদ্দীন শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়ার ইচ্ছাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) এক বিশ্ববিদ্যালয়ে আলোচনায় অংশ নেয়ার সময় এই মন্তব্য করেন তিনি।

আলোচনায় অংশগ্রহণকারীরা প্রশ্ন তোলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়া কি তাকে নরমালাইজ করার প্রচেষ্টা নয় কি। খালেদ মুহিউদ্দীন বলেন, জার্নালিজমে সর্বপ্রথম লক্ষ্য থাকে পাবলিক ইন্টারেস্ট। জনগণের আগ্রহের জায়গা থেকেই সাবেক প্রধানমন্ত্রীকে ইন্টারভিউ দেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, পাঁচ লাখ ইন্টারভিউ হলেও শেখ হাসিনাকে নরমালাইজ করা যাবে না।

তিনি আরও জানান, যে খুনি তা বিচার করার দায়িত্ব কোর্টের, তাই কোনো ব্যক্তিকে খুনি বলার দায়িত্ব সাংবাদিকের নয়। এ সময় তিনি প্রশ্নও করেন, সাবেক প্রধানমন্ত্রীকে ইন্টারভিউ দেওয়া মানে কি তাকে নরমালাইজ করা হচ্ছে।

সামাজিক মাধ্যমে তার মন্তব্য নিয়ে নানামুখী প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে তাকে সমর্থন করছেন এবং বলেছেন, জনসাধারণের জ্ঞাতির জন্য সাবেক প্রধানমন্ত্রীর মতামত জানা গুরুত্বপূর্ণ, অন্যদিকে কেউ কেউ ইন্টারভিউ নেওয়ার এই সিদ্ধান্তকে সমালোচনা করছেন।

এসএইচ


 

Wordbridge School
Link copied!