• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

অভিভাবকসুলভ নেত্রীকে হারাতে চায় না: খালেদা জিয়াকে প্রশংসায় ভাসালেন আসিফ  


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৬, ২০২৫, ০৮:৪৭ পিএম
অভিভাবকসুলভ নেত্রীকে হারাতে চায় না: খালেদা জিয়াকে প্রশংসায় ভাসালেন আসিফ  

ফাইল ছবি

সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে প্রশংসা করে ফেসবুক পোস্ট দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্ব ও প্রজ্ঞাকে দেশ মূল্যবান সম্পদ হিসেবে দেখে।

শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গণতন্ত্র, নাগরিক অধিকার ও রাজনৈতিক স্বাধীনতার প্রশ্নে আপসহীন ও শ্রদ্ধেয় নেতৃত্বের উদাহরণ। এরশাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে তাঁর সংগ্রাম দেশের রাজনৈতিক ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত বলে মন্তব্য করেন তিনি।

আসিফ মাহমুদ লেখেন, দেশ এই অভিভাবকসুলভ নেত্রীকে হারাতে চায় না। তাঁর সুস্বাস্থ্য ও দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর দোয়া চান তিনি।

গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। কিডনি ও লিভারের জটিলতাসহ অন্যান্য স্বাস্থ্যসমস্যায় তাঁর অবস্থা এখন সংকটাপন্ন। চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন।

অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিবার ও বিএনপি। কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আনার প্রস্তুতি নেওয়া হয়েছিল। আজ বিকেলেই সেটি ঢাকায় পৌঁছানোর কথা ছিল।

তবে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এখনো এয়ার অ্যাম্বুলেন্স আসার অনুমতি মেলেনি। খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলে অ্যাম্বুলেন্স ডাকা হবে। তখনই জানা যাবে তাঁকে লন্ডনে নেওয়ার সময়সূচি।

এসএইচ 


 

Wordbridge School
Link copied!