• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘করোনার টিকা আসছে ফেব্রুয়ারিতে, অগ্রাধিকার পাবেন গণমাধ্যমকর্মীরা’


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১, ২০২০, ০৫:১৯ পিএম
‘করোনার টিকা আসছে ফেব্রুয়ারিতে, অগ্রাধিকার পাবেন গণমাধ্যমকর্মীরা’

ফাইল ছবি

ঢাকা: ২০২১ সালের ফেব্রুয়ারির মধ্যে দেশে করোনার টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান।মঙ্গলবার (১ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় বিশ্ব এইডস দিবসের আলোচনা সভায় এ কথা জানান তিনি।

একইসঙ্গে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় দেশের হাসপাতালগুলোতে এরই মধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। 

স্বাস্থ্য সচিব বলেন, অগ্রভাগের যোদ্ধা হিসেবে গণমাধ্যমকর্মীরাও করোনার টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। এছাড়া করোনাকালে দায়িত্ব পালন করতে গিয়ে যেসব চিকিৎসক মারা গেছেন তাদের পরিবারের দায়িত্ব সরকার নেবে বলেও জানান তিনি।

এ করোনা মহামারি মোকাবিলায় সরকারের নানা উদ্যোগের কথাও তুলে ধরেন স্বাস্থ্য সচিব।  এদিকে বিশ্ব এইডস দিবসের আলোচনা সভায় স্বাস্থ্য সচিব আশা প্রকাশ করেন, আগামী ৩০ সালের মধ্যে দেশ থেকে এইডস নির্মূল হবে।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!