• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জরুরি প্রয়োজনে নেয়া যাবে ভারতের ভিসা


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২২, ২০২১, ০৪:১০ পিএম
জরুরি প্রয়োজনে নেয়া যাবে ভারতের ভিসা

ঢাকা : দেশে কঠোর লকডাউন চলছে। তবে এই লকডাউনের মধ্যেও জরুরি প্রয়োজনে ভারতে ভিসা নেয়া যাবে। জানা গেছে, জরুরি ভিসা ছাড়া সারা দেশের সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম স্থগিত থাকবে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) ঢাকার ভারতীয় হাইকমিশন এ তথ্য জানায় এক বার্তায়।

সেখানে আরও বলা হয়, বাংলাদেশ সরকার ২২ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানোয় জরুরি ভিসা ছাড়া বাংলাদেশের সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম স্থগিত রয়েছে।

এছাড়া প্রয়োজনে ইমেইল করতে অনুরোধ করা হয়েছে [email protected] ঠিকানায়।

এর আগে প্রথম দফার লকডাউন অর্থাৎ গেলো ১৪-২১ এপ্রিল ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ছিল।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!