• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

সাংবাদিক রোজিনার গলা চেপে ধরা নারীর পরিচয় মিলেছে


নিজস্ব প্রতিবেদক মে ২০, ২০২১, ১২:৩২ এএম
সাংবাদিক রোজিনার গলা চেপে ধরা নারীর পরিচয় মিলেছে

ঢাকা : সচিবালয়ে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে গলা চেপে ধরা ওই নারীর পরিচয় পাওয়া গেছে।

জানা গেছে, তার নাম মাকসুদা সুলতানা পলি। তিনি স্বাস্থ্য সেবা বিভাগের আর্থিক ব্যবস্থাপনা ও অডিট অনুবিভাগের অফিস সহায়ক।

বুধবার (১৯ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সোমবার (১৭ মে) হেনস্তার ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে স্বল্প দৈর্ঘের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, রোজিনা ইসলামের গলা চেপে ধরছেন এক নারী। তিনি একজন অতিরিক্ত সচিব বলে গুঞ্জন ওঠে।

জানা গেছে, হেনস্তাকারী ওই নারী মাকসুদা সুলতানা পলি। এ ঘটনার ছবি প্রকাশ পাওয়ায় নিজেকে আড়ালে রাখতে চাচ্ছেন তিনি।

বুধবার (১৯ মে) সচিবালয়ে স্বাস্থ্য সেবা বিভাগে পলির কক্ষে গিয়ে তাকে পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার অফিসে আসেননি তিনি। বুধবার সকালে অফিসে এলেও বেশিক্ষণ থাকেননি। এরপর দুপুরে আবার এসে কয়েক মিনিট পর বের হয়ে যান।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!