• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

অগ্রাধিকার ভিত্তিতে টিকাসহ ৮ দফা দাবি মেরিনারদের


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৪, ২০২১, ০১:০৫ পিএম
অগ্রাধিকার ভিত্তিতে টিকাসহ ৮ দফা দাবি মেরিনারদের

ঢাকা : করোনা ভাইরাসের টিকা গ্রহণ না করায় কর্মস্থলে যোগদান নিয়ে নানা জটিলতায় পড়ছে সমুদ্রগামী পণ্যবাহী জাহাজে কর্তব্যরত মেরিনাররা। এছাড়া দেশে প্রত্যাবর্তনের সময় করোনা সার্টিফিকেট প্রদর্শন সহজীকরণ সহ ৮ দফা দাবী জানিয়েছেন তারা।

শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঢাকা রির্পোটার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে মেরিনারদের সংগঠন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স এসোসিয়েশন এ দাবি জানায়।

সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী বলেন, বাংলাদেশের অর্থনীতিতে প্রতিবছর মেরিনাররা জোগান দিচ্ছেন কমপক্ষে ৪৭০ মিলিয়ন মার্কিন ডলার। শিপিং সেক্টরের মাধ্যমে আমদানি-রপ্তানি বাণিজ্যের ৯৫ শতাংশ পরিবহণ সম্পন্ন হচ্ছে; অথচ দুঃখের বিষয়, সেই নাবিকদের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা প্রদানের কোনো তৎপরতা আমরা লক্ষ করছি না।

অথচ সময়মত কর্মস্থলে যোগ দিতে না পারলে তাদের চাকরি হারাতে হবে। এ অবস্থায় বাংলাদেশিদের জায়গায় প্রতিযোগি দেশগুলো থেকে শূন্যপদে নিয়োগ দেওয়া হবে। এতে বাংলাদেশ মেরিনাররা চাকরি হারাবে, ফলে একদিকে বেকারের সংখ্যা বাড়বে পাশাপাশি বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা আয় থেকে বঞ্চিত হতে হবে।

নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব এবং নৌপরিবহণ অধিদপ্তরের মহাপরিচালক ও স্বাস্থ্য অধিদপ্তরকে বারবার অবহিত করার পরও মেরিনারদের টিকা প্রদানের বিষয়ে কোনোরকম অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করে তিনি বলেন, পণ্যবাহী বিদেশি জাহাজে যোগদানের ক্ষেত্রে বর্তমানে টিকা সার্টিফিকেট বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু টিকা দেওয়ার ক্ষেত্রে রেজিস্ট্রেশন করতে প্রবাসী কর্মীদের জন্য অপশন থাকলেও মেরিনার্সদের জন্য কোন অপশন নেই। ফলে তারা টিকা নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এতে অনেক মেরিনার কাজে যোগ দিতে পারছেন না। এছাড়াও ছুটিতে যারা দেশে ফিরবেন তারাও ছুটি শেষে চাকরিতে যোগ দেওয়ার সময় সমস্যায় পড়বেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, বর্তমানে দেশে প্রায় ১০ হাজার মেরিনার বিশ্বের বিভিন্ন সমুদ্রগামী জাহাজে কর্মরত। বাংলাদেশের নাবিকদের সুনাম রয়েছে বিশ্বজুড়ে। ইতোমধ্যে জাতিসংঘের ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের প্রস্তাবে নাবিকদের ‘কি ওয়ারকার’ হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে এবং বাংলাদেশ সরকার সেই ঘোষণায় স্বাক্ষরও করেছে। এ পরিস্থিতিতে রেমিট্যান্স যোদ্ধা মেরিনারদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা প্রদান খুব জরুরি হয়ে পড়েছে।

এছাড়াও তাদের ৮ দফা দাবির মধ্যে রয়েছে, দেশের বিমানবন্দর গুলোতে র‌্যাপিড টেস্টের ব্যবস্থা করা, নাবিকদের অগ্রাধিকার ভিত্তিতে ই পাসপোর্ট প্রদান, নবায়ন, বিদেশী বন্দরে মেয়াদউর্ত্তীন পাসপোর্টের বিপরীতে ইলেকট্রনিক ট্রাভেল পাসপোর্ট ইস্যূ করা, সার্টিফিকেট অফ প্রফিসিয়েন্সি সহজ করা, প্রস্তাবিত বাংলাদেশ বাণিজ্যিক নৌপরিবহণ আইন ২০২১ এর ধারা ও প্রবিধান সমূহ সংশোধন, মেরিনারদের ওয়েজ আরনার্স ডেভেলপমেন্ট বন্ড ক্রয়ের অনুমতির পুন:ব্যবস্থাকরণ, চীনের জিয়াংশু মেরিটাইম ইন্সটিটিউটটে অধ্যায়নরতদের পঞ্চম সেমিস্টারে অধ্যায়নরতদের সিডিসি প্রদান।

এ সময় বক্তব্য রাখেন, সংগঠনের ভাইস প্রেসিডেন্ট গোলাম মহিউদ্দীন কাদরী, মেরিন ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান, ট্রেজারার আলী হোসেন, চীফ অফিসার আলী হোসেন, কার্যনির্বাহী সদস্য কাজী মোহাম্মদ আবু সাঈদ, অঞ্জন দাশ প্রমুখ।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!