ছবি : সংগৃহীত
ঢাকা : রাজধানীর গুলশান-২ নম্বর এলাকায় পিংক সিটি শপিং মলের পাশের ভবনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।
বুধবার (২৭ অক্টোবর) দুপুরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রাথমিকভাবে প্রত্যক্ষদর্শীরা বলছেন, এসি বিস্ফোরণ হয়ে এই দুর্ঘটনা ঘটে। ৬ তলা ভবনটি আবাসিক।
বুধবার (২৭ অক্টোবর) বেলা ১১টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পায় বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি।
তিনি বলেন, রাজধানীর গুলশান-২ এর ১০৩ নম্বর সড়কের ৩৮ নম্বর বাসার নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনও খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
সোনালীনিউজ/এমএএইচ







































