• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

মার্কিন নিষেধাজ্ঞার আনুষ্ঠানিক জবাব দিল বাংলাদেশ


নিজস্ব প্রতিনিধি জানুয়ারি ২, ২০২২, ১২:০৫ পিএম
মার্কিন নিষেধাজ্ঞার আনুষ্ঠানিক জবাব দিল বাংলাদেশ

ফাইল ছবি

ঢাকা :  যুক্তরাষ্ট্র কর্তৃক র‌্যাব কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে আনুষ্ঠানিক জবাব পাঠিয়েছে বাংলাদেশ। শুক্রবার (৩১ ডিসেম্বর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের স্বাক্ষর সংবলিত একটি চিঠি ইমেইলে ওয়াশিংটনে গেছে বলে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রশ্নে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি জে ব্লিনকেনকে আনুষ্ঠানিক জবাব পাঠানো হয়েছে। ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম স্টেট ডিপার্টমেন্টে চিঠিটি হস্তান্তর করবেন।

চিঠিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করা হয়। এ ছাড়া সন্ত্রাস, জঙ্গী, মাদকবিরোধী কর্মকাণ্ডে র‍্যাবের ভূমিকাও তুলে ধরা হয়।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। এ নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাংলাদেশ সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। একইসঙ্গে এটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বড় ধরনের কূটনৈতিক চাপ হিসেবেও দেখা হচ্ছে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!