• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

দেশে বর্তমান ভোটার সংখ্যা কত জানালো ইসি


নিজস্ব প্রতিনিধি মার্চ ১, ২০২২, ০৯:২৬ পিএম
দেশে বর্তমান ভোটার সংখ্যা কত জানালো ইসি

ফাইল ছবি

ঢাকা : দেশে গত এক বছরে ভোটার তালিকা হালনাগাদে যুক্ত হয়েছেন ১৫ লাখ ভোটার। ২০২১ সালের ২ মার্চ থেকে চলতি বছরের ২ মার্চ পর্যন্ত হালনাগাদে এ নতুন ১৫ লাখ ভোটার যুক্ত হয়েছেন। নতুন এ ভোটার যুক্ত হওয়ায় এনআইডির সার্ভারে মোট ভোটারের সংখ্যা দাঁড়াল ১১ কোটি ৩২ লাখ।

মঙ্গলবার (১ মার্চ) নির্বাচন কমিশন (ইসি) সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, ২০২১ সালের ২ মার্চ দেশের ভোটার সংখ্যা ছিল ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জন। চলতি বছর ১ মার্চ পর্যন্ত ইসির সার্ভারে অন্তর্ভুক্ত হয়েছেন ১৫ লাখ ৭১ হাজার ১০০ জন। সেই হিসেবে বর্তমানে ইসির সার্ভারে ১১ কোটি ৩২ লাখ ৯১ হাজার ৭৬৯ জন নাগরিকের তথ্য রয়েছে। তবে এদের মধ্যে আঙ্গুলের ছাপ দিয়ে ভোটার নিবন্ধন সম্পন্ন করেননি ৩৩ হাজার ৪১৮ জন। অর্থাৎ দেশের মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৩২ লাখ ৫৮ হাজার ৩৫১ জন।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ইসির সার্ভারে সংরক্ষিত তথ্যের মধ্যে নারী ভোটার ৫ কোটি ৫৫ লাখ ৯৮ হাজার ২৯৬ জন। আর পুরুষ ভোটার ৫ কোটি ৭৬ লাখ ৯৩ হাজার ১৯ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ৪৫৪ জন। সবচেয়ে বেশি তথ্য রয়েছে ঢাকা অঞ্চলের। এ অঞ্চলের মোট এক কোটি ৬৮ লাখ ৯১ হাজার ৫৫৭ জনের তথ্য রয়েছে ইসির কাছে। সবচেয়ে কম রয়েছে ফরিদপুর অঞ্চলে, ৫৩ লাখ ৯১ হাজার ২০৯ জন।

ইসির যুগ্ম সচিব মো. নুরুজ্জামান তালুকদার জানিয়েছেন, ২ মার্চ (বুধবার) সারাদেশে স্থানীয়ভাবে হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। 

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!