• ঢাকা
  • বুধবার, ১৫ মে, ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

আখেরি মোনাজাতের জন্য যেসব রাস্তা বন্ধ


নিজস্ব প্রতিবেদক  জানুয়ারি ২২, ২০২৩, ০৮:৫৭ এএম
আখেরি মোনাজাতের জন্য যেসব রাস্তা বন্ধ

ফাইল ছবি

ঢাকা: বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে আজ রোববার। এ জন্য কয়েকটি রুটে সব ধরনের পরিবহন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার মোল্ল্যা নজরুল ইসলাম।

গতকাল শনিবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘আখেরি মোনাজাতে দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেবেন। এ উপলক্ষে আমরা প্রস্তুত রয়েছি। মোনাজাত উপলক্ষে বেশ কয়েকটি বিশেষ বাস ও ট্রেন চলাচল করবে।’

তিনি আরও বলেন, ‘আখেরি মোনাজাতে অংশ নেওয়া ধর্মপ্রাণ মুসল্লিদের যাতায়াত সুগম করার জন্য শনিবার রাত ১২টার পর থেকে টঙ্গী-কামারপাড়া রোড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগরা বাইপাস পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া ময়মনসিংহ ও গাজীপুরগামী যানবাহন গাবতলী দিয়ে কোনাবাড়ি হয়ে এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে ভোগরা বাইপাস দিয়ে ৩০০ ফিট রাস্তা ব্যবহার করে চলাচল করতে বলা হয়েছে।’

উল্লেখ্য, গত শুক্রবার থেকে শুরু হওয়া বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ হচ্ছে আজ। এদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে আখেরি মোনাজাত হওয়ার কথা রয়েছে।

সোনালীনিউজ/এম

Wordbridge School
Link copied!