• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আরাভের ফাইল পাঠানো হয়েছে আমিরাতের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৬, ২০২৩, ০৪:৫৫ পিএম
আরাভের ফাইল পাঠানো হয়েছে আমিরাতের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন।

ঢাকা: পুলিশ কর্মকর্তা হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে দেশে ফেরাতে তার ফাইল সত্যায়িত করে সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছে বাংলাদেশ মিশন।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন এ তথ্য জানান।

সাংবাদিকরা আরাভের দেশে ফেরানোর অগ্রগতি জানতে চাইলে মুখপাত্র জানান, আরাভ খানকে দেশে ফিরিয়ে আনার জন্য যে ফাইল বা কাগজপত্রগুলো রয়েছে, সেগুলো সত্যায়িত করে সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছে বাংলাদেশ মিশন।

আরাভ সংশ্লিষ্ট কোনো অগ্রগতি থাকলে পরবর্তী সময়ে গণমাধ্যমকে জানানোর কথা বলেন মুখপাত্র সেহেলী সাবরীন।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!