• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ঈদযাত্রায় বাসের আগাম টিকিট মিলবে যেদিন থেকে


নিজস্ব প্রতিবেদক জুন ৮, ২০২৩, ০৬:৩৫ পিএম
ঈদযাত্রায় বাসের আগাম টিকিট মিলবে যেদিন থেকে

ঢাকা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। আগামী মঙ্গলবার (১৩ জুন) সকাল থেকে পাওয়া যাবে বাসের অগ্রিম টিকিট।

বাংলাদেশের বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক এবং শ্যামলী এন আর ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক শুভঙ্কর ঘোষ রাকেশ অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্তের বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।

শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, ‘বাস কোম্পানিগুলো আগামী ১৩ জুন থেকে একযোগে ঈদের অগ্রিম টিকিট দেয়া শুরু করবে। ওই দিন সকাল থেকেই সংশ্লিষ্ট বাসের কাউন্টারে টিকিট পাবেন যাত্রীরা।

ওই দিন থেকে অনলাইনেও বাসের অগ্রিম টিকিট পাওয়া যাবে বলে এসময় জানান তিনি।

তিনি আরও বলেন, ‘এবার যেহেতু কোরবানির ঈদ। রাস্তার উভয় পাশেই গাড়ির চাপ থাকতে পারে। ঘরমুখী যাত্রী নিয়ে গাড়ি যেমন ঢাকা থেকে বের হবে, একইভাবে কোরবানির পশুর ট্রাকও ঢাকায় প্রবেশ করবে। ফলে এবারের ঈদে সড়কে চাপ বাড়তে পারে।

‘তবে সব হিসাব-নিকাশ করেই আমরা গাড়ির অগ্রিম টিকিট বিক্রি করব। যাতে সময়মত গাড়িগুলো ছেড়ে যেতে পারে।’

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!