• ঢাকা
  • শুক্রবার, ০৪ অক্টোবর, ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

সাকিব-তামিমদের যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৩০, ২০২৩, ০১:৩১ পিএম
সাকিব-তামিমদের যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা : ওয়ানডে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল বর্তমানে ভারতে অবস্থান করছে। ইতোমধ্যে তারা প্রথম প্রস্তুতি ম্যাচে দুর্দান্তভাবে জয় তুলে নিয়েছে। এমন জয়ের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে বার্তা পেয়েছেন সাকিব-তানজিম তামিমরা।

প্রধানমন্ত্রী তাদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের সম্মানটা যেন বজায় থাকে। তারা সেভাবেই নিজেদের সবটুকু ঢেলে দেবে এবং আন্তরিকতার সঙ্গে খেলবে, সেটিই আমি চাই।

শনিবার (৩০ সেপ্টেম্বর) মার্কিন গণমাধ্যম ভয়েস অব আমেরিকার সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।

সরকারপ্রধান বলেন, আমার সঙ্গে সবসময় ওদের একটা যোগাযোগ থাকে। আসার আগেও আমি খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি, অর্গানাইজারদের সঙ্গেও কথা বলেছি। আমি সবসময়ই খেয়াল রাখি।

প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলায় আমাদের ছেলেমেয়েরা ভালো করছে। সেদিকে আমার সবসময় দৃষ্টি থাকে। আমি তাদের সবরকম সহযোগিতা করে রাখি।

সবশেষ প্রধানমন্ত্রী বলেন, বিশ্বকাপে আমরা খেলার সুযোগ পেয়েছি— এটিই তো সবচেয়ে ভালো। ভালো খেলতে পারলে ভালো রেজাল্ট করতেও পারবে। আমি সবসময় আশাবাদী।

এমটিআই

Wordbridge School
Link copied!