• ঢাকা
  • বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রার্থীদের অবশ্যই পোলিং এজেন্ট দিতে হবে: সিইসি


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২৩, ২০২৩, ০৬:৩২ পিএম
প্রার্থীদের অবশ্যই পোলিং এজেন্ট দিতে হবে: সিইসি

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের কেন্দ্রে অবশ্যই পোলিং এজেন্ট দিতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, পোলিং এজেন্টরা হলেন প্রতিটি ভোট বুথের প্রাণ। তারাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ভারসাম্য তৈরি করেন। তাদের মাধ্যমে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অনিয়ম প্রকাশ পায়।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এর আগে জেলা প্রশাসকের সভাকক্ষে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পৃথক মতবিনিময় করেন সিইসি।

হাবিবুল আউয়াল বলেন, ভোট কারচুপির চেষ্টা করা হলে তাৎক্ষণিক কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হবে। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ভোট করতে বিদেশিরা তৎপর রয়েছে, এজন্য প্রার্থীদের সহযোগিতা চেয়েছি। অনিয়ম করে জিততে হবে, এই বিশ্বাস থেকে প্রার্থীদের বেরিয়ে আসতে হবে।

সিইসি বলেন, সিস্টেমের প্রতি সবার বিশ্বাস রাখতে হবে। কেন্দ্রে ফল ঘোষণা করা হয়। প্রার্থীরা ঘরে বসেই ফল জানতে পারবেন। রিটার্নিং কর্মকর্তা ভোট পাল্টাতে পারেন না।

তি‌নি ব‌লেন, নানা কারণে এবার ভোট নিয়ে বিতর্ক রয়েছে। প্রার্থীদের সহায়তায় এবার জাতীয় নির্বাচন সফল করা নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য।

নির্বাচনী পরিবেশ নিয়ে এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, বিচ্ছিন্ন যেসব ঘটনা ঘটছে, সেগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। নির্বাচন কমিশন তাৎক্ষনিক ব্যবস্থা নিতে পারে না। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া সময় সাপেক্ষ বিষয়।

এআর

Wordbridge School
Link copied!