• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

চিনি-পেঁয়াজ নিয়ে ‘সুখবর’ দিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক  ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ০৩:৫৫ পিএম
চিনি-পেঁয়াজ নিয়ে ‘সুখবর’ দিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী

ঢাকা: রোজার আগেই ভারত থেকে পরিশোধিত চিনি এক লাখ টন ও ৫০ হাজার টন পেঁয়াজ আমদানি করা হবে হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘গত ১৪ ফেব্রুয়ারি ভারতের বাণিজ্যসংক্রান্ত মন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সে দেশের মন্ত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জার্মানিতে অবস্থান করছেন। এ কারণে মিটিংয়ের তারিখ পিছিয়ে গেছে। তবে সেটি এই সপ্তাহের মধ্যেই চূড়ান্ত হচ্ছে। রোজার আগেই ভারত থেকে পরিশোধিত চিনি এক লাখ টন ও পেঁয়াজ ৫০ হাজার টন আনা হবে।’ 

পণ্য পরিবহনে প্রয়োজনে পরিবহন ভাড়া নির্ধারণ করে দেওয়া হবে জানিয়ে প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম বলেন, ‘অনেক সময় পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। বাসে যেমন ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়, তেমনি পণ্য পরিবহনের ক্ষেত্রেও প্রয়োজনে ভাড়া নির্ধারণ করে দেওয়া হবে।’ 

ভোক্তাদের আশ্বস্ত করে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আসন্ন রমজান মাসে কোনো পণ্যেরই ঘাটতি হবে না। আগামী মঙ্গলবার তেল ও চিনির দাম নির্ধারণ করে দেওয়া হচ্ছে। ইতোমধ্যে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন এ বিষয়ে কাজ করেছে।’

এমএস

Wordbridge School
Link copied!