• ঢাকা
  • মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

ডিবির হারুনের কাছে যে অভিযোগ দিলেন তিশার বাবা


নিজস্ব প্রতিবেদক  ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ০৫:১৩ পিএম
ডিবির হারুনের কাছে যে অভিযোগ দিলেন তিশার বাবা

ঢাকা: আইডিয়াল স্কুলের অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী সিনথিয়া ইসলাম তিশার বাবা সাইফুল ইসলাম ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে গেছেন। রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি মিন্টোর রোডের ডিবি কার্যালয়ে যান।

নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির এক কর্মকর্তা জানান, তিশার বাবা সাইফুল ইসলাম অতিরিক্ত কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসময় তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ দিয়ে গেছেন।

এ বিষয়ে জানতে চাইলে ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘তিশার বাবা হঠাৎ করেই আমাদের কাছে এসেছেন। তিনি আমাদের একটা পেপারও দিয়েছে। তিনি জিডি করেছেন। আমরা সেটা খতিয়ে দেখব।’

তিনি আরও বলেন, ‘তিশা যাকে বিয়ে করেছেন (মুশতাক), তিনিও আমাদের কাছে এসেছেন। তাকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে। তিনিও এ ব্যাপারে জিডি করে কাগজ আমাদের দিয়েছেন। আমরা তা তদন্ত করব।’

কারা হুমকি দিয়েছেন এ ব্যাপারে জানতে চাইলে ডিবির হারুন বলেন, ‘তদন্ত করে বিস্তারিত আমরা পরে আপনাদের জানাব।’

এদিকে তিশার বাবা সাইফুল ইসলাম বলেন, ‘ডিবির হারুন অর রশীদ আমার অভিযোগ গুরুত্বসহ দেখবেন বলে আশ্বস্ত করেছেন। ওনাদের তদন্তে মাধ্যমে থলের বিড়াল বেরিয়ে আসবে।’

এর আগে, গত ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় নিজের ও স্ত্রীর নিরাপত্তা চাইতে ডিবি কার্যালয়ে যান আলোচিত খন্দকার মুশতাক আহমেদ ও সিনথিয়া ইসলাম তিশা দম্পতি। পরে হত্যার হুমকির কথা জানিয়ে নিরাপত্তা চেয়ে ডিবির কাছে অভিযোগ করেন আলোচিত-সমালোচিত মুশতাক-তিশা।

এমএস

Wordbridge School
Link copied!