• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আমার বাবা ফ্ল্যাট ও ৩০ লাখ টাকা চেয়েছিলেন: তিশা


নিজস্ব প্রতিবেদক  মার্চ ৩, ২০২৪, ০২:৪০ পিএম
আমার বাবা ফ্ল্যাট ও ৩০ লাখ টাকা চেয়েছিলেন: তিশা

খন্দকার মুশতাক আহমেদ ও সিনথিয়া ইসলাম তিশা দম্পতি। সংগৃহীত ছবি

ঢাকা: সিনথিয়া ইসলাম তিশা ও রাজধানী ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল ও কলেজের পরিচালনা পর্ষদের সদস্য খন্দকার মুশতাক আহমেদের অসম বয়সের বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনা চলছে। ১৮ বছরের তিশা বিয়ে করেছেন ৬০ বছরের খন্দকার মুশতাককে। তিশার পরিবার এ বিয়েকে মেনে নেয়নি। তাদের বিয়ের বিষয়টি এখনো আদালতে বিচারাধীন।

এ নিয়ে খন্দকার মুশতাক আহম্মেদ ও ছাত্রী সিনথিয়া ইসলাম তিশা সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিশা দাবি করেন, তারা বাবা বিয়ের সময় একটি ফ্ল্যাট ও ৩০ লাখ টাকা চেয়েছিলেন।

শনিবার (২ মার্চ) বিকেলে রাজধানীর গুলশান-১ নম্বরের একটি বাড়িতে ডাকা এক সংবাদ সম্মেলনে মুশতাক তাকে জিম্মি করে রাখেননি জানিয়ে তিশা বলেন, বাবার সঙ্গে আমার মাঝে মাঝেই ফোনে কথা হয়।

তিশা বলেন, আমাদের বিয়ের পর এক ফুপার মাধ্যমে যোগাযোগ করে আমার বাবা একটি ফ্ল্যাট ও ৩০ লাখ টাকা দাবি করেছিলেন। বিষয়টি আমি এতদিন বলিনি। কারণ আমি চাইনি, আমার পারিবারিক সম্মান ক্ষুণ্ন হোক। কিন্তু এখন এসব বলতে হচ্ছে। আমাদের কাছে এর প্রমাণও রয়েছে।

তিনি বলেন, আমার বাবা বলেছেন, আমাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে। জিম্মি করে রাখা হয়েছে। কথাটা মিথ্যা। আমি নিজের ইচ্ছায় খন্দকার মুশতাককে বিয়ে করেছি। আমি প্রাপ্তবয়স্ক, আমি আমার পছন্দের মানুষকে বিয়ে করতে পারি। আমাকে কেউ জোর করেনি।

সংবাদ সম্মেলনে বাবার দিকে আঙুল তুলে তিশা আরও বলেন, সে আমাদের হয়রানি করতে চাচ্ছে। কখনও কান্না করছে, কখনও মানুষের সমাবেদনা পেতে চাইছে। তার এসব আচারণ আমাকে মানসিকভাবে অসুস্থ করে ফেলেছে।

এর আগে বিভিন্ন সময় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিশার বাবা মুশতাকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন। সেসব অভিযোগের বিরুদ্ধেই এই সংবাদ সম্মেলন করেন মুশতাক-তিশা।

সংবাদ সম্মেলনে নিজেদের নির্দোষ দাবি করেন মুশতাক-তিশা দম্পতি। একইসঙ্গে তাদের হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন।

এমএস

Wordbridge School
Link copied!