• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সোমবার গ্যাস থাকবে না যেসব এলাকায়


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২১, ২০২৪, ০৫:৫৫ পিএম
সোমবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

ঢাকা: গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য আগামীকাল সোমবার ঢাকার সাভারের বিভিন্ন এলাকায় দুপুর ২টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত দুইঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। রবিবার (২১ এপ্রিল) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

এতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য আগামীকাল সোমবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সাভারের টংগাবাড়ী, আশুলিয়া, খেজুর বাগান, গৌরীপুর, খাগান, কুমকুমারি, আক্রান এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এসব এলাকার আবাসিক, সিএনজিসহ সব গ্রাহকদের গ্যাস বন্ধ থাকবে। এ ছাড়া ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

এমএস

Wordbridge School
Link copied!