• ঢাকা
  • সোমবার, ১৭ জুন, ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১

আপিল বিভাগের সাবেক বিচারপতি আনোয়ার উল হক মারা গেছেন


নিজস্ব প্রতিবেদক মে ২৬, ২০২৪, ১২:৫৯ পিএম
আপিল বিভাগের সাবেক বিচারপতি আনোয়ার উল হক মারা গেছেন

ঢাকা : আপিল বিভাগের সাবেক বিচারপতি আনোয়ার উল হক মারা গেছেন।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি আনোয়ার উল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শনিবার (২৫ মে) দিনগত রাত ২টা ৫৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিচারপতি আনোয়ার উল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আপিল বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ সাইফুর রহমান জানান, রোববার (২৬ মে) বাদ জোহর সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে বিচারপতি আনোয়ার উল হকের জানাজা অনুষ্ঠিত হবে।

এমটিআই

Wordbridge School
Link copied!