• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিমান ও পর্যটনমন্ত্রী

বিমানের টিকিট নেই আবার সিট ফাঁকা, কথাটি সত্য নয়


নিজস্ব প্রতিবেদক:  জুন ১৩, ২০২৪, ০৭:১৮ পিএম
বিমানের টিকিট নেই আবার সিট ফাঁকা, কথাটি সত্য নয়

ঢাকা: সিট ফাঁকা থাকলেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট পাওয়া যায় না এবং বেশির ভাগ সময় বিমান সিট ফাঁকা রেখে উড্ডয়ন করে, কথাটি সত্য নয় বলে দাবি করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।

বৃহস্পতিবার (জুন ১৩) জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তরে বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নুর প্রশ্নের জবাবে এ দাবি করেন মন্ত্রী।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেন, এয়ারলাইন্স ব্যবসায় ভরা মৌসুম ও মন্দা মৌসুম থাকে। যখন ফ্লাইটে চাপ কম থাকবে, তখন কিছু সিট খালি থাকতে পারে, যা সারা বছরের চিত্র নয়।

তিনি বলেন, আসন খালি থাকা সত্ত্বেও টিকিট কিনতে গেলে বলে টিকিট নেই, যা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিরুদ্ধে ঢালাও অভিযোগ।

ফারুক খান বলেন, যাত্রীরা কনফার্ম টিকিট করেও যথা সময়ে এয়ারপোর্টে উপস্থিত হতে না পারা, যাত্রীদের অনেকের ভুয়া ভিসা ও তথ্য থাকায় এবং ইমিগ্রেশন কর্তৃক আইনি জটিলতার কারণেও অনেক সময় আসন ফাঁকা থাকে। কতিপয় রুটে লোড পেনাল্টি থাকায় কিছু সংখ্যক সিট অবিক্রীত রাখা হয় বিধায় সিট ফাঁকা থাকে।

মন্ত্রী আরও বলেন, সিট ফাঁকা থাকলেও বিমানের টিকিট পাওয়া যায় না; বেশির ভাগ সময় সিট ফাঁকা রেখে বিমান উড্ডয়ন করে থাকে কথাটি সত্য নয়।

আইএ

Wordbridge School
Link copied!