• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রতিমন্ত্রী

মাসের মাঝামাঝি গ্যাস, ৩-৪ দিনের মধ্যে বিদ্যুতের উন্নতি


নিজস্ব প্রতিবেদক:  জুলাই ৪, ২০২৪, ০৩:১৬ পিএম
মাসের মাঝামাঝি গ্যাস, ৩-৪ দিনের মধ্যে বিদ্যুতের উন্নতি

ঢাকা: আগামী তিন-চার দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি এবং চলতি মাসের মাঝামাঝি সময়ের মধ্যে গ্যাস সরবরাহ নিরবচ্ছিন্ন হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বৃহস্পতিবার (৪ জুলাই) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

গ্যাস সংকটে বাসাবাড়িতে রান্না বিঘ্ন এবং শিল্প কারখানায় উৎপাদন কমে যাওয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, 'পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। আগামী ১৫-১৬ তারিখের দিকে আমরা আশাবাদী গ্যাস নিরবিচ্ছিন্ন হয়ে যাবে।  

তিনি আরও জানান, আগামী তিন থেকে চার দিনের মধ্যে বিদ্যুৎ আগের থেকে ভালো হবে। ইতিমধ্যে পায়রা চালু হয়ে গেছে। আবার বিদ্যুৎ দেওয়া শুরু হয়েছে। আদানি বিদ্যুৎ দেওয়া শুরু করেছে।

প্রতিমন্ত্রী বলেন, ডলারের দামের তারতম্যের কারণে বিদ্যুতের উৎপাদন খরচ এবং বিক্রয় মূল্যের মধ্যে বড় একটা ফারাক রয়ে গেছে। বিতরণ কোম্পানিগুলো লোকসানে রয়েছে।  

আইএ

Wordbridge School
Link copied!