• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

স্থানীয় সরকার উপদেষ্টা

নির্বাচিত সরকারের মেয়াদ চার বছর হওয়া উচিত


নিজস্ব প্রতিবেদক:  অক্টোবর ৩০, ২০২৪, ০২:৪৫ পিএম
নির্বাচিত সরকারের মেয়াদ চার বছর হওয়া উচিত

ঢাকা: নির্বাচিত সরকারের মেয়াদ চার বছর হওয়া উচিত বলে মনে করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে 'বিএসআরএফ মতবিনিময়' অনুষ্ঠানে উপদেষ্টা এ কথা বলেন। 

সচিবালয় কাভার করা সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ অনুষ্ঠানের আয়োজন করেছে। এটা তার ব্যক্তিগত মতামত বলেও জানিয়েছেন তিনি।

ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়ার বিষয়ে অবস্থার প্রেক্ষিতে পদক্ষেপ নেয়া হবে। সিটি কর্পোরেশন গুলোতে স্থায়ী প্রশাসক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা।

সংগঠনের সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব।

আইএ

Wordbridge School
Link copied!