• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দাখিলের সময় বাড়ছে 


নিজস্ব প্রতিবেদক:  নভেম্বর ২৪, ২০২৪, ০৪:৩৫ পিএম
সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দাখিলের সময় বাড়ছে 

ঢাকা: সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব বিবরণী দাখিলের সময় আরও একমাস বাড়ছে। রোববার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান এতথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, সরকারি ১৫ লাখ কর্মচারী। অনেকেই বুঝতে পারছেন না। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক মাস বাড়িয়েছে। আমরাও চিন্তা করছি এক মাস বাড়ানোর। আমরা ওপর থেকে সিদ্ধান্ত পেয়েছি। বাড়াবো।

আয়কর আইন, ২০২৩ অনুযায়ী ২০২৪-২০২৫ করবর্ষের জন্য কোম্পানি ছাড়া সব শ্রেণির করদাতার আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর।

এদিকে বঞ্চিত কর্মকর্তাদের গ্রেড-১ দেওয়া হবে বলে জানিয়েছেন ড. মো. মোখলেস উর রহমান। তিনি বলেছেন, বঞ্চিত কর্মকর্তাদের গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে বিদায় দেওয়া হবে।

আইএ

Wordbridge School
Link copied!