• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাতভর ঢাকা পলিটেকনিক-বুটেক্স শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত অর্ধশত


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৫, ২০২৪, ০৯:০৯ এএম
রাতভর ঢাকা পলিটেকনিক-বুটেক্স শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত অর্ধশত

ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলের (বুটেক্স) শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অর্ধশতাধিক আহত হয়েছেন। এরমধ্যে ২৯ জন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়াও অন্যান্য হাসপাতালে আরও ২০ জনের বেশি চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

রোববার (২৪ নভেম্বর) মধ্যরাতে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তবে প্রাথমিকভাবে কারা পলিটেকনিক ও কারা বুটেক্সের শিক্ষার্থী এ বিষয়টি জানা যায়নি।

আহতরা হলেন- ইমন (২৪), উৎসব (২৮), আজাদ (২৮), বুলবুল (২৮), প্রশান্ত (২৮), শিশির (২৮), তৌফিক (২২), রুদ্র (২৬), আনান (২৫), জুনায়েদ (২৮), সৌমিক (২৮), ইমন (২০), নাহিদ (২৩), রাকিব (২০), ইমন (২২), প্রবাল (২২), রমজান (২৩), মো. মিঠুন (২১), ইমরান (২০), নাদিম (২০), ফাহাদ (১৯), খালেদ (১৯), সোহান (২২), আমিন (২২), রিফাত বিশ্বাস (২৫), তপু (২০), মেহেদি (২১) ও প্রার্থ (২৮)।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বুটেক্স শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২৮ জন শিক্ষার্থীকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। জরুরি বিভাগের বিভিন্ন ওয়ার্ডে তাদের চিকিৎসা চলছে। প্রাথমিকভাবে কে কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থী সে বিষয়ে জানা যায়নি।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গাজী শামীমুর রহমান বলেন, বুটেক্স ও পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। রাত সাড়ে ১০টা থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী সদস্যরাও ছিল। 

এদিকে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের সূত্রপাত সম্পর্কে পুলিশ ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কিছুদিন আগে বুটেক্স ক্যাম্পাসের মাঠে মাদক সেবন নিয়ে আজিজ হল পলিটেকনিকের লতিফ হলের শিক্ষার্থীদের কথা-কাটাকাটি হয়। এঘটনার জেরে রবিবার (২৪ নভেম্বর) এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা সংঘষে রূপ নেয়। পরে এ ঘটনা বুটেক্স ও পলিটেকনিক ইনস্টিটিউট কয়েকটি হলের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে। প্রায় তিন ঘণ্টা শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় চলা সংর্ঘষে ৫০ জনেরও বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

এম

Wordbridge School
Link copied!