• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১

ছাত্রসংগঠনগুলোর সঙ্গে বৈষম্যবিরোধীদের জরুরি সভা


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৫, ২০২৪, ০৯:৫০ পিএম
ছাত্রসংগঠনগুলোর সঙ্গে বৈষম্যবিরোধীদের জরুরি সভা

ঢাকা: দেশের উদ্ভূত পরিস্থিতিতে সব ক্রিয়াশীল ছাত্রসংগঠনকে নিয়ে জরুরি সভা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের।

এর আগে সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ।

তিনি বলেন, দেশব্যাপী চলমান আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব ও সামগ্রিক সমস্যা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা সভা আহ্বান হয়েছে। ইনশাআল্লাহ অতি দ্রুতই সব ছাত্রসংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশের মানুষ একটি সুন্দর সমাধান দেখতে পাবে।

জানা গেছে, সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এআর

Wordbridge School
Link copied!