• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নিখোঁজের পাঁচদিন পর হলে ফিরলেন সহ-সমন্বয়ক খালেদ


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২৫, ২০২৪, ১০:১৮ এএম
নিখোঁজের পাঁচদিন পর হলে ফিরলেন সহ-সমন্বয়ক খালেদ

ঢাকা: পাঁচদিন নিখোঁজ থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজের হলে ফিরে এসেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী খালেদ হাসান।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ। তিনি জানান, খালেদ হাসান রাত সাড়ে ১১টায় শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে প্রবেশ করেন। হলের শিক্ষার্থীরা তাকে তার কক্ষে নিয়ে যান। 

তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন তার সহপাঠীরা। তবে গত কয়েকদিন তিনি কোথায় বা কার সাথে ছিলেন তা এখনও জানা যায়নি। গত শুক্রবার (২০ ডিসেম্বর) থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন তার সহপাঠীরা। পরিবারের সঙ্গেও তার যোগাযোগ নেই বলে জানান তারা। 

এসএস

Wordbridge School
Link copied!